SOUTH KOREA

আইনসভায় ভর্ৎসনা থেকে রেহাই পেলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি

আন্তর্জাতিক

ইউন সাক ইয়ল।

সামরিক শাসন জারির সিদ্ধান্ত ঘোষণায় জাতীয় আইনসভায় ভর্ৎসনার মুখে পড়ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। কিন্তু নিজের দলের সাংসদরা শেষ পর্যন্ত ওয়াকআউট করায় আপাতত রক্ষা পেলেন ইউন সাক ইয়ল। 
চলতি সপ্তাহেই আচমকা দক্ষিণ কোরিয়ায় জরুরি সামরিক শাসন জারি করেন ইয়ল। আচমকা সেই ঘোষণায় তাঁর দল পিপলস পাওয়ার পার্টির সাংসদরাও তীব্র বিরোধিতায় শামিল হন। রাতেই আইনসভায় পৌঁছান তাঁরা। আইনসভায় সর্বসম্মতিতে তাঁর এই সিদ্ধান্ত বাতিল হয়।
ভর্ৎসনার মুখে নাপড়লেও ইয়ল আইনসভায় ক্ষমা চেয়েছে। পাশের দেশ গণতান্ত্রিক কোরিয়ার কমিউনিস্ট শাসনকে বিদপ আখ্যা দিয়ে সামরিক শাসন জারি করেছিলেন তিনি, বিরোধী সাংসদদের কমিউনিস্ট শাসনের সহযোগী বলেছিলেন তিনি।  সরকারকে অচল করার চক্রান্ত চালানোর অভিযোগও তুলেছিলেন সামরিক শাসন জারি করার বক্তব্যে। তাঁর নিজের দলই তাঁর বক্তব্য খারিজ করে দিয়েছে।
আমেরিকার সহযোগী দক্ষিণ কোরিয়ায় এই সিদ্ধান্ত ঘিরে টালমাটাল এখনও থামেনি রাজনৈতিক স্তরে। 
জাতীয় আইনসভায় বিরোধীদের রয়েছে ১৯২ সদস্য। পিপলস পাওয়া পার্টির ৮ সদস্যের সমর্থন পেলেই দুই তৃতীয়াংশ সদস্যের সংখ্যায় পৌঁছে যেত ভর্ৎসনার প্রস্তাব তবে দলের সাংসদরা ওয়াকআউট করায় তা হয়নি।

Comments :0

Login to leave a comment