Salim Murshidabad

তৃণমূল শাসনে মানুষের কোন নিরাপত্তা নেই, মানুষ পরিত্রান চাইছে : সেলিম

রাজ্য

তৃণমূলের শাসনে নিরাপদ নয় তৃণমূল কর্মীরাই। সোমবার মূর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম বলেন, ‘‘বীরভূমে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে বলছে আগের সিস্টেমেই কাজ হবে। তার মানে বেআইনি খাদান, টোলপ্লাজা যেই ভাবে চলতো সেই ভাবেই চলবে। মানুষ তৃণমূলের শাসন থেকে পরিত্রান চাইছে।’’ সেলিম আরও বলেন, ‘‘বীরভূম, মূর্শিদাবাদ, মালদহে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের কারণে তৃণমূল কর্মীরা মারা যাচ্ছেন। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই।’’ 

এদিন সাংবাদিকদের পক্ষ থেকে সেলিমকে প্রশ্ন করা হয় সুমন কাঞ্জিলালের বিজেপি থেকে তৃণমূলে যাওয়ায় রাজবংশী ভোটে কোন প্রভাব পড়বে কিনা। এই প্রশ্নের উত্তরে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক বলেন, ‘‘এই রাজ্যে মিথ্যে ভাবে বিজেপিকে তৈরি করা হয়েছে। তৃণমূল থেকে লোক বিজেপিতে গিয়ে বিজেপিকে তৈরি করেছে। নিশিথ প্রামানিক দল বদল করলেও চরিত্র বদল করেনি। আগে তৃণমূলের হাত ধরে তোলাবাজি দুর্নীতি করতো। এখন দেশের সব থেকে বড় তোলাবাজের হাত ধরে করছে। এরা দল বদল করে নিজেদের জন্য কোন জাতি বা জনগোষ্ঠীর স্বার্থের কথা ভেবে নয়।’’ 

সোমবারের সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) মূর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে জেলায় ভয়ের বাতাবরন তৈরি করতে চাইছে রাজ্যের শাশক দল। বিপুল পরিমানে বেআইনি অস্ত্র মজুত করা হয়েছে। দলের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা করা হয়েছে মজুত থাকা বেআইনি অস্ত্র উদ্ধার করার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি।’’

বিগত কয়েক মাসে মূর্শিদাবাদে শাসক দলের গোষ্ঠী কোন্দলের কারণে একাধিক তৃণমূল নেতা খুন হয়েছেন। নওদা, ইসলামপুর, ফারক্কা, নবগ্রামে খুন হয়েছে শাসক দলের নেতা। অভিযোগের তীর তৃণমূলের অন্য গোষ্ঠীর দিকে। রবিবার বিকেলে ক্রিকেট খেলে ফেরার পথে তৃণমূলের মিছিলের মাঝে বাইকের হর্ন বাজানের জন্য বছর ২৩ এর একজন যুবককে পিটিয়ে মেরে ফেলেছে তৃণমূল কর্মীরা। এই ঘটনা সামনে আসার পর শাসক দলের নেতা কর্মীদের হাতে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। রবিবারের এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলেন সরব হয়েছে সিপিআই(এম) নেতৃত্ব।

শুধু শাসক দলের গোষ্ঠী কোন্দল নয়। শাসক দলের নেতা কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে বাম নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক বিভাষ চক্রবর্তী সিপিআই(এম) জেলা কমিটির সদস্য দিলীপ মিশ্র আক্রান্ত হয়েছেন তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে। এই সব ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রপ্তারির দাবিও তুলেছে সিপিআই(এম)।   

Comments :0

Login to leave a comment