দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউলের নলকুড়া এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা নাইট সার্ভিস বাসের। ঘটনায় চালক সহ জখম ১৪ জন যাত্রী। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক৷ বাসের চালক হাসপাতাল থেকে পরে পালিয়ে যায়৷ আহতদের চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রবিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি শিলিগুড়ি থেকে বালুরঘাট আসছিল।
আসার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে বাসটি। আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহতদের দেখতে এদিন সকালে বালুরঘাট জেলা হাসপাতালে যান ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিকে পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে৷
পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ আধিকারিকরা। এদিকে কি ভাবে পথ দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ।
Comments :0