নতুন বছরেই উদ্বোধন হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির স্থায়ী সার্কিট বেঞ্চে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিচারপতিরা। শনিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। জানা গেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। আগামী ১৭ জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এদিন খতিয়ে দেখলেন বিচারপতিরা। সঙ্গে ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জলপাইগুড়ি জেলা শাসক পুলিশ সুপারও।
উল্লেখ্য বামফ্রন্ট সরকারের সময়কালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা জ্যোতি বসুর মন্ত্রী সভার সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্ট সরকার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ গড়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর জলপাইগুড়ি না শিলিগুড়ি কোথায় সার্কিট বেঞ্চ হবে তা নিয়ে দুই শহরের মানুষ তাদের নিজেদের শহরে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ গড়ে তোলার দাবি রাজ্য সরকারের কাছে এবং বিভিন্ন মহলে দরবার শুরু করেন। সেই সময় জলপাইগুড়ি জেলার বামপন্থী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্লাব সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সকলে একত্রিত হয়ে জলপাইগুড়ি শহরে সার্কিট বেঞ্চ কি কারণে গড়ে ওঠা জরুরি সেই দাবিগুলিকে সামনে রেখে জোরদার আন্দোলন গড়ে তোলেন। আদালত অবমাননার দায়ে মামলা রুজু হয়। পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে বামফ্রন্ট সরকার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের পরিকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে। হাইকোর্টের স্থায়ী ভবন তৈরির জন্য স্থান নির্ধারণ থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো তৈরি থাকা স্বত্তেও হাইকোর্টের সার্কিট বেঞ্চ গড়ে তোলা প্রসঙ্গে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। অবশেষে ২০১৯ সালে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ী ভাবে আদালতের কাজ শুরু হয়। বর্তমানে পাহারপুর গ্রামপঞ্চায়েত ২৭ নং জাতীয় সড়কের ধারে ৪০ একর জায়গায় প্রায় পাঁচশো কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতির। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিচারপতিরা সে দিন থাকবেন বলে জানা গেছে।
Jalpaiguri Circuit Bench
জলপাইগুড়ির স্থায়ী সার্কিট বেঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিচারপতিরা
×
Comments :0