46TH INTERNATIONAL KOLKATA BOOKFAIR

বইমেলা ঘুরে দেখলেন বিমান বসু

রাজ্য কলকাতা

KOLKATA BOOKFAIR BIMAN BOSE BENGALI NEWS

৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা জমে উঠেছে ইতিমধ্যে। রবিবার কয়েক লক্ষ মানুষের সমাগম হল বইমেলায়। বড় প্রকাশনা সংস্থাগুলির পাশাপাশি মাঝারি এবং ছোট প্রকাশনাগুলিতেও বইপ্রেমী পাঠকের দেখা মিলেছে। গণশক্তি, এনবিএ প্রভৃতি প্রগতিশীল প্রকাশনার স্টলে পাঠকের ভিড় চোখে পড়েছে। সাম্প্রতিক সময়ের ধারা বজায় রেখে বইমেলার সবথেকে জনবহুল স্থানে স্টল দেওয়ার সুযোগ পেয়েছে জাগোবাংলা। জাগো বাংলার স্টলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের ভিড় চোখে পড়েছে। বইয়ের পসরার পাশাপাশি মেলা জুড়ে ছড়ানো খাবার, ছবি, হাতে তৈরি গয়না প্রভৃতির স্টলেও ভালো ভিড় চোখে পড়েছে। 

তবে এইবার বইমেলায় মোবাইল ইন্টারনেটের সংযোগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। প্রায় প্রতিটি প্রকাশনার স্টলেই ক্রেডিট কিংবা ডেবিট কার্ড এবং ইউপিআই প্রযুক্তি মারফৎ বই কেনার সুযোগ রয়েছে। কিন্তু মোবাইল সংযোগ ঠিক মতো না মেলায় বহু ক্ষেত্রেই ক্রেতা এবং বিক্রেতাদের সমস্যায় পড়তে হয়েছে। বইমেলার মধ্যেই গিল্ড তাঁবুর পাশে এসবিআই’র তরফে এটিএম পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতূল। তারফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। 

এদিন বইমেলা ঘুরে দেখেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ছাত্র সংগ্রাম, যুবশক্তি প্রভৃতি স্টল ঘুরে দেখেন। এদিন যুবশক্তি প্রকাশনার তরফে  মানব মুখার্জির প্রবন্ধ সংকলন ‘কথা মানব’ প্রকাশ করেন অধ্যাপিকা ঈশিতা মুখার্জি। এদিন প্রাবন্ধিক গৌতম রায়ের বইয়ের উদ্বোধনও করেন বিমান বসু। এর পাশাপাশি নবজাতক প্রকাশনার তরফে ২৩ জন লেখক-লেখিকার সম-সায়য়িক গল্প সংকলন ‘ছেঁড়া সময়ের গল্প সংকলন’ প্রকাশিত হয়। বইটির সম্পাদনা করেছেন ঋদ্ধি রিত। 

Comments :0

Login to leave a comment