পিকআপ ভ্যানের চাকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যাওয়ায় ফলে মৃত্যু হল পাঁচ জনের। আহত আটজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরুলিয়া রাঁচি ৩২নম্বর জাতীয় সড়কের ওপর পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত আইমুন্ডি গ্রামের অদূরে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়পুর থানার চৈতন্যডি গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে ১৮ জন ছাগল ব্যবসায়ী ছাগল নিয়ে পুরুলিয়া শহরে আসছিলেন। প্রত্যেক সপ্তাহেই সোম এবং শুক্রবার তারা ব্যবসার কারণে ছাগল নিয়ে পুরুলিয়া শহরে আসতেন।
শুক্রবার গ্রাম থেকে রওনা দিয়ে বেশ কিছুটা আসার পর আইমুন্ড মোড়ের অদূরে ভ্যানের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার মাঝে উল্টে যায়। স্থানীয় মানুষজনের সহযোগিতায় পুলিশ সকলকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে সুধীর গঁড়াই( ৬৫) নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাতু গঁড়াই (৩৮), অনাদি গঁড়াই (৬৩), দুখোহরণ গঁড়াই (৬৫) এবং ভগিরথ গঁড়াই (৪৯)। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন ব্যক্তি। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Comments :0