Dipsita Dhar at Purulia

লড়াইয়ে লাল ঝান্ডা, পুরুলিয়ার মিছিলে হাজার মানুষ

জেলা

অপশাসনের হোক অবসান, বাঁচাও বাংলা বাঁচুক বাংলা, এই আহ্বান জানিয়ে বুধবার সিপিআই(এম)’র ডাকে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র জুড়ে মিছিল এবং জনসভা সংঘটিত হয়। গোটা ঝালদা শহর এদিন ঢাকা পড়েছিল লাল ঝাণ্ডায়। কয়েক হাজার মানুষের দীপ্ত মিছিল পাঁচ শহীদ মোড় থেকে শুরু হয়ে ঝালদা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দিপ্সিতা ধর, শ্যামল মাহাতো, দীপঙ্কর মাঝি, উজ্জ্বল চট্টরাজ ,গোবিন্দ মাঝি, মালতি সিং মুড়া ,বাদল কুমার, সুজয় রায় প্রমূখ। 
ঝালদা বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিপ্সিতা ধর বলেন, ‘‘দিপু দাসকে বাংলাদেশ নৃশংস ভাবে খুন করা হয়েছে। সেই খুনের নিন্দা না করে তাঁর ধর্মের পরিচয় এই দেশে বড় হয়ে উঠেছে। কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল ব্যস্ত ধর্মের তাস খেলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে  চায়।’’  তিনি আরও বলেন, ‘‘এই রাজ্য আনিস খান, মইদুল মিদ্দা, তামান্নাকে খুন করা হয়েছে। সে খুনের বিচার করবে কে। কৃষকের ফসলের দাম, শ্রমিকের শ্রমের দাম, ছাত্রের পড়াশুনো দাবি, বেকারের চাকরির দাবি নিয়ে কথা বলবে কারা। বলবে একমাত্র লাল ঝান্ডা। লাল ঝান্ডার শক্তি নিয়ে সন্ত্রস্ত ওরা।’’ লাল ঝান্ডাকে ওরা ভয় পায়। মানুষের দেওয়া ভোট লুঠ করে রাজ্যের শাসক দল ক্ষমতায় রয়েছে। তিনি বলেন মোদী মমতা থাকলে জল জঙ্গল মাটি কখনোই সুরক্ষিত নয়। অযোধ্যা পাহাড় জুড়ে আদিবাসী মানুষদের উচ্ছেদ করার চক্রান্ত চলছে। ২০২৬ সালে পরিবর্তন আনতেই হবে। অস্ত্র, হিংসার ঝনঝনানি বন্ধ করে উন্নয়নের জোয়ার আনতে পারে। আর তার পারে একমাত্র লাল ঝান্ডা। তিনি বলেন, এই রাজ্যে লাল ঝান্ডা উড়বে। বাংলা কে বাঁচাতে হবে। লাল ঝান্ডা হলো মায়ের মত। সমস্ত মানুষকে সন্তানের মত রক্ষা করবে লাল ঝান্ডা। এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)  জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্যামল মাহাতো, দীপঙ্কর মাঝি সহ উজ্জ্বল চট্টরাজ। সভাপতিত্ব  করেন গোবিন্দ মাঝি।

Comments :0

Login to leave a comment