তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৫
মঙ্গলবার সকালে তিব্বতে ৭.১ রিখটার স্কেলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। যার ফলে চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে ব্যাপক কম্পন সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।
এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে উত্তরে দিল্লি থেকে পূর্ব ভারতের কলকাতা এমনকী উত্তরপূর্ব ভারতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য দিয়ে জানিয়েছে, প্রথমে মৃতের সংখ্যা ছিল ৫৩ জন। আহতের সংখ্যা ছিল ৬২। মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে ৯৫ জন। সেই সঙ্গে বেড়েছে আহতের সংখ্যাও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পটি সকাল ৬টা ৩৫ মিনিটে হয়েছিল এবং তিব্বতের জিজাং ছিল এর কেন্দ্রস্থল। জার্মান সংবাদমাধ্যম ডিডাব্লু-র রিপোর্ট অনুযায়ী, স্থানীয় চিনের সংবাদ মাধ্যম দাবি করছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে ওখানে। তবে নেপালে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, সকাল ৬টা ৩৫ নাগাদ প্রথম কম্পনটি হয়। তার কিছুক্ষণ পরই কেঁপে ওঠে শিজাং। পরপর ৫ বার কম্পন অনুভূত হয়েছে।
সব থেকে বেশি তীব্রতা ছিল রিক্টার স্কেলে ৭.১। গতকাল সকালেও চিনের এই এপিসেন্টারে কম্পন অনুভূত হয়েছিল।
ভারতীয় সময় সকাল ৫টা ৪১ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ৪.২। দ্বিতীয় ভূমিকম্প সকাল ৬টা ৩৫ মিনিট। তীব্রতা ৭.১। তৃতীয় ভূমিকম্প সকাল ৭টা০২ মিনিট। তীব্রতা ৪.৭। চতুর্থ ভূমিকম্প সকাল ৭টা ৭ মিনিটে তার তীব্রতা ৪.৯। পঞ্চম ভূমিকম্প সকাল ৭ টা ১৩ মিনিটে।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। সকাল ৯টা ০৫ মিনিটে জিজাং অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে ৯৫ জনের মৃত্যু ও ১৩০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বহু ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments :0