গত কয়েক মরশুম ধরেই আইএসএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গলকে। তাই এই মরশুম শুরুর আগে থেকেই দলবদলের বাজারে কোমরবেঁধে নেমেছে লাল হলুদ। শোনা যাচ্ছে রক্ষণকে মজবুত করতে চেন্নাইন এফসির ডিফেন্ডার কর্নার শিল্ডসকে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল। চেন্নাইন এফসির সঙ্গে এখনও অব্দি চুক্তি নবীকরন করেননি তিনি। তাই তার লাল হলুদে আসার সম্ভাবনা প্রবল। রক্ষণে হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে দল। আনোয়ারের সঙ্গে শিল্ডসের জুটি দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকরা। স্ট্রাইকার পজিশনে ইস্টবেঙ্গলের নজর এক স্প্যানিশ ফরোয়ার্ডের দিকে। এঞ্জেল রোডাডো নামক এক স্প্যানিশ খেলেন পোল্যান্ডের ক্লাব উইসলা ক্রাকাওতে । ২৮ বছরের এই খেলোয়াড় এই মরশুমে ৩২ ম্যাচে ২৩ টি গোল করেছেন। তবে তাকে সই করাতে গেলে লাল হলুদকে খরচ করতে হবে প্রায় ১২ কোটি অর্থ। বার্সেলোনার ' বি ' এবং লা লিগার দল মালর্কাতে খেলেছেন এই খেলোয়াড় । এছাড়াও শিল্ডস ছাড়াও রক্ষণকে মজবুত করতে ইস্টবেঙ্গল কথা চালাচ্ছে এক ইতালিয়ান ডিফেন্ডারের সঙ্গে । আলেসান্দ্রো কোপোলা নামক এই ডিফেন্ডার বর্তমানে খেলছেন মালটা ' র ক্লাব বিরকিরকারা এফসিতে। প্রায় ৬ফুট ৮ ইঞ্চির এই ফুটবলার বর্তমানে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফুটবলার । ২০১৮ তে ইতালিয়ান ক্লাব তুরিনে নিজের ক্যারিয়ার শুরু করেন এই ডিফেন্ডার। রক্ষণে হিজাজী মাহেরের সঙ্গে কপোলা খেললে ইস্টবেঙ্গল রক্ষণের অর্ধেক চিন্তাই শেষ হয়ে যাবে। তবে এই দুই বিদেশীকে দলে নিতে হলে বেশ অনেক পরিমাণ অর্থই খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে
Eastbengal Transfer News
দলগঠনে জোরকদমে নেমেছে ইস্টবেঙ্গল
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0