Died In Mecca

প্রবল দাবদাহ মক্কায়, মৃত্যু ৬৪৫ হজযাত্রীর

আন্তর্জাতিক

প্রচণ্ড দাবদাহে মক্কায় হজে গিয়ে মৃত্যু হয়েছে ৬৪৫জন যাত্রীর। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে মৃতদের অধিকাংশই মিশরের বাসিন্দা। সৌদি আরবের কূটনৈতিক বিভাগের সূত্র মঙ্গলবার জানিয়েছে কমপক্ষে ৬৪৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতেরা সকলেই হজ করতে মক্কায় গিয়েছিলেন। জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা। উষ্ণ হচ্ছে সমুদ্র। মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা ৫২ ডিগ্রির কাছাকাছি। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শয়ে শয়ে মানুষকে। দেহ রাখার জায়গা নেই মর্গে। দেহ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। গরমে মৃত্যুর পাশাপাশি পদপিষ্ট হয়ে বেশ কিছু হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৬৪৫ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। নিহতদের মধ্যে ৬৮ জন ভারতীয় বলে জানা গেছে। জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রচণ্ড দাবদাহে প্রায় দু’হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। জানা গেছে এই বছর হজ যাত্রীর সংখ্যা প্রায় ১৮ লক্ষ। বিভিন্ন দেশ থেকে এসেছিলেন প্রায় ১৬ লক্ষ হজ যাত্রী।
সংবাদসংস্থা  সূত্র পাওয়া খবরে জানা গেছে মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরের বাসিন্দা। মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়েছে প্রচন্ড দাবাদহে। প্রবল তাপপ্রবাহের কারণে জর্ডনের ৬০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। মক্কার আল-মুয়াজেম মর্গে ৫৫০ জনের দেহ রাখা হয়েছে সংবাদ সংস্থার খবরে জানা গেছে। কয়েকদিন আগেই মক্কায় প্রবল বৃষ্টি হয়েছিল। সোমবার মক্কার তাপমাত্রা পৌছে যায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে বর্বোচ্চ তাপমাত্র ৫২ ডিগ্রির কাছাকাছি। গরমের পাশাপাশি আরও একাধিক কারণে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৪৫এ।

Comments :0

Login to leave a comment