সোমবার ইন্দোনেশিয়ার (Indonesia) মূল দ্বীপ জাভাতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহতের সলখ্যা প্রায় ৭০০ ছাড়িয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা শহর সিয়ানজুরের (Cianjur) কাছে। ভূকম্পনের উৎসটি ছিল পশ্চিম জাভার সিয়ানজুর নামে এক এলাকায়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী জাকার্তার মতো বহুদূর পর্যন্ত কেঁপে ওঠে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলিতে ভূমিকম্পের সময় বিল্ডিংগুলি কাঁপতে দেখা যায়।আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিমি নিচে। স্থানীয় সময় ১১ টা ৫১ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হয়। যত সময় গড়াচ্ছে ততই মৃতের সংখ্যা বাড়ছে। হাজার বাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
দেশের আবহাওয়া সংস্থার তরফে বাসিন্দাদের আরও কম্পনের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আবহাওয়া সংস্থার তরফে বলা হয়েছে, তারা লোকজনকে আপাতত বাড়ির বাইরে থাকার পরামর্শ দিচ্ছেন। ভূমিকম্পের পরে সম্ভাব্য আফটার শকের ব্যাপারেও সতর্ক করেছেন তারা।
Comments :0