BOOK TOPIC | SUBINOY MISHRA | Who We Are and How We Got Here: Ancient DNA | NATUNPATA | 2025 MARCH 19

বইকথা | সুবিনয় মিশ্র | মানুষ আর অবিমিশ্র নেই | নতুনপাতা | ২০২৫ মার্চ ১৯

ছোটদের বিভাগ

BOOK TOPIC  SUBINOY MISHRA  Who We Are and How We Got Here Ancient DNA   NATUNPATA  2025 MARCH 19

বইকথা | নতুনপাতা 

মানুষ আর অবিমিশ্র নেই

সুবিনয় মিশ্র

 

 আদিম মানবদেহের  ডিএনএ সংগ্রহের কৌশল আজ অনেকটাই মানুষের আয়ত্তে।   এর ফলে   গেঁড়ে বসা অবৈজ্ঞানিক ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়ার সম্ভাবনা বাড়ছে। প্রাচীন মানবজাতি কিভাবে স্থানান্তরিত হয়েছে এবং কিভাবে তাদের  মিশ্রণ ঘটেছে তার পরিচয় পাওয়া যায় জিনগত বৈশিষ্ট্যের মধ্যে। ইদানীং জেনেটিক্সের মাধ্যমে মানুষের উৎপত্তি, বিবর্তন, জীবনসংগ্রাম, তার জটিলতা এবং  পূর্বপুরুষের নানা অবাক করা প্রসঙ্গ সামনে আসছে এবং বহু  সনাতনী ও মনগড়া ধারণা ভেঙে যাচ্ছে। জানা যাচ্ছে  মানুষ  উন্নত হয়েছে তার কারণ সে অবিমিশ্র মনোভাব নিয়ে নিজস্ব গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চায়নি বলে।  আমাদেরও  সংস্কৃতি ও ভাবধারা  আর অবিমিশ্র নেই।  বইটি হাতে নিলে পাঠক বুঝবেন    নানা চেহারায় বিশ্ব জুড়ে যে সংস্কারকে অন্ধের মতো জড়িয়ে ধরে জাতিগত বিদ্বেষ সৃষ্টি  আজ অর্থহীন। 
 

Who We Are and How We Got Here: Ancient DNA and the new science of the human past
David Reich. Oxford University Press, U K. Rs.375/-

 

Comments :0

Login to leave a comment