Bihar

গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জয়ী হবে বিহারের মানুষ : স্টালিন

জাতীয়

বিহারের ভোট অধিকার যাত্রায় অংশ নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিন। এদিনের সভা থেকে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের প্রশংসা শোনা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ইন্ডিয়া’র ভালো ফলাফল নিয়ে তিনি আশাবাদী। স্টালিন বলেন, দেশের গণতন্ত্র যখনই সঙ্কটে পড়েছে তখনই বিহারের মানুষ গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সামিল হয়েছেন। এবারও তারা সেই লড়াইয়ে অংশ নিয়েছেন। 
বিজেপিকে আক্রমণ করে স্টালিন বলেন, ‘বিজেপি জানতে সঠিক ভাবে স্বচ্ছ ভাবে নির্বাচন হলে বিজেপি তাতে পরাজিত হবে। তাই তারা মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দম দেওয়া পুতুলে পরিনত হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবীর সমীক্ষার নাম করে ৬৫ লক্ষ ভোটার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’
সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বুথের তথ্য দেখিয়ে রাহুল দাবি করেন বিজেপি ভোট চুরি করছে। কমিশনকেও তিনি নিশানা করেন। রাহুল সেই আক্রমণের পর জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি তোলা হয় যে লোকসভার বিরোধী দলনেতা ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে আক্রমণ করার জন্য। এদিন স্টালিন বলেন, ‘রাহুল গান্ধী যেই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে কমিশন জোড়ালো ভাবে কোন কথা বলতে পারেনি। উল্টে তারা দাবি করেছে যে কংগ্রেস সাংসদকে ক্ষমা চাইতে হবে। বিহারের মানুষ বিপুল সংখ্যায় আজ ভোট চুরির বিরুদ্ধে পথে নেমেছেন। তারা তৈরি হচ্ছে বিজেপির হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য।’
উল্লেখ্য বিরোধী মঞ্চ ইন্ডিয়ার প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। সেই প্রসঙ্গ টেনে স্টালিন বলেন, ‘পাটনা থেকেই ইন্ডিয়া মঞ্চের যাত্রা শুরু হয়েছিল। যারা ভেবেছিল লোকসভায় ৪০০ আসন পার করবে ইন্ডিয়া তাদের ২০৪ এ আটকে দিয়েছে। আমি আশাবাদী এই বিহার থেকেই ইন্ডিয়ার জয় শুরু হবে। বিহারের মানুষ প্রমাণ করবে শাসক যতই শক্তিশালী হোক মানুষের শক্তির কাছে তাকে মাথা নত করতেই হবে।’
এদিন স্টালিনের পাশাপাশি ভোট অধিকার যাত্রায় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং সিপিআই(এম-এল লিবারেশন) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment