আগামী ২৮আগস্ট থেকে শুরু হতে চলেছে এই বছরের দলীপ ট্রফি প্রতিযোগিতা। যা চলবে আগামী ১৫সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গালুরুর দুটি ভেন্যুতে হবে এই প্রতিযোগিতা। ওয়েস্ট এবং সাউথ জোন সরাসরি সেমিফাইনাল খেলবে। নর্থ , ইস্ট , সেন্ট্রাল এবং নর্থইস্ট জোন কোয়ার্টার মুখোমুখি হবে। ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের নর্থ জোনের হয়ে নামার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি প্রথম কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন। তবে নর্থ জোন দলে গিল ছাড়াও অর্শদীপ , হর্ষিত রানা এবং অংশুল কম্বোজের মতন অভিজ্ঞ খেলোয়াড়রা থাকায় খুব সমস্যার মুখে পড়বেনা তারা। ওয়েস্ট জোনের স্কোয়াডে শ্রেয়স আইয়ার , সরফরাজ খান , যশস্বী , শার্দুল , রুতুরাজরা রয়েছেন। কুলদীপ , রজত পাটিদার , ধ্রুব জুরেলরা নামবেন সেন্ট্রাল জোনের হয়ে। সাউথ জোনের অধিনায়ক তিলক বর্মা এবং অভিমুন্য ঈশ্বরণ ইস্ট জোনের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ২৮থেকে ৩১আগস্ট পর্যন্ত মোট দুটি ম্যাচ হবে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড 'এ ' এবং গ্রাউন্ড ' বি ' তে। প্রথম দুটি ম্যাচে মুখোমুখি হবে নর্থ ও ইস্ট এবং সেন্ট্রাল ও নর্থইস্ট জোন। সেপ্টেম্বরের ১১থেকে ১৫তারিখ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
DULEEP TROPHY 2025
কাল থেকে শুরু দলীপ ট্রফি

×
Comments :0