Israel strikes again on Gaza City

ইয়েমেনে বোমা ফেলল ইজরায়েল, হামলা গাজাতেও

আন্তর্জাতিক

গাজা শহরে ফের হামলা চালালো ইজরায়েল। সেই সঙ্গে বোলা ফেলল ইয়েমেনের রাজধানী সানায়। 
ইজরায়েলের বোমারু বিমান হামলা চালিয়েছে সানায় রাষ্ট্রপতি ভবনের কাছে বিদ্যুৎকেন্দ্রে। আগুন ছড়িয়ে পড়তে থাকে। উঠতে থাকে কালো ধোঁয়া। 
ইজরায়েলের সংবাদমাধ্যম জানাচ্ছে তাদের সেনার আক্রমণে সানায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৫। ইজরায়েলের সেনা দাবি করেছে ইয়েমেনে হউথি গোষ্ঠীর সশস্ত্র পরিকাঠামোর ওপর আঘাত করা হয়েছে। 
ইজরায়েল বলেছে, ইয়েমেনের হউথি গোষ্ঠী গত শুক্রবার তেল আভিভ এবং আশকেলনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফেলেছিল। ‘ক্লাস্টার ওয়াটারশেড’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই ধরণের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার আগে ছোট ছোট বোমা উড়ান পথের অন্যান্য জায়গায় ক্ষয়ক্ষতি করে।  
হউথি প্রচারমাধ্যম জানিয়েছে যে ইজরায়েলের আক্রমণের লক্ষ্য ছিল বিদ্যুৎ কেন্দ্র এবং গ্যাস স্টেশন। রাষ্ট্রপতি ভবনের কাছে এই দু’টি পরিকাঠামো ছাড়াও আসর এবং হিজাজ বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলা হয়েছে। 
ইয়েমেনের হউথি গোষ্ঠী প্যালেস্তাইনের জনতার প্রতিরোধের পক্ষে বারবারই সক্রিয় অবস্থান নিয়েছে। হউথিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে হামলা চলেছে বিভিন্ন সময়ে। ইজরায়েল হউথিদের ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’ বলে দেগে দিয়েছে বারবার। ইরানের সঙ্গী বলেছে।

Comments :0

Login to leave a comment