মীর আফরোজ জামান: ঢাকা
চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে ৯টি ভারতীয় ট্রাকে এসেছে ৩১৫ টন চাল। প্রতি কেজি চালের আমদানি মূল্য ধরা হয়েছে দশমিক ৪০৫ মার্কিন ডলার। যা বাংলাদেশের ৫১ টাকার সমান।
এদিকে ২৫-২৮ আগস্ট ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন হতে চলেছে। বাংলাদেশ এবং ভারতের দুই সীমান্তরক্ষী বাহিনীর ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে বিএসএফ’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চালের চালানটি বেনাপোলে এসে পৌঁছায় বলে জানান বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল বলেও জানান তিনি।
আমদানি ব্যবসায় যুক্ত আবদুস সামাদ বলেন, প্রতি কেজি চালের আমদানি মূল্য ধরা হয়েছে দশমিক ৪০৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫১ টাকার সমান। চাল বাজারজাত করতে এর সঙ্গে পরিবহণ খরচ, কর, গুদামভাড়াসহ আনুষঙ্গিক খরচ যুক্ত হবে।
বেনাপোল স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ’বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়’।
’সারা দেশের মতো বেনাপোল স্থলবন্দরের আমদানিকারকরাও চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন। সে অনুমতি পাওয়ায় চার মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ফের ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে’।
Comments :0