FIFA & AFC Could Ban AIFF

ফিফার নির্বাসনের মুখে ভারতীয় ফুটবল

খেলা

এই মুহূর্তে ভারতীয় ফুটবল তোলপাড় চলছে। আইএসএল কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অব্যাহত। এই বিষয়ে আগামী বৃহস্পতিবার নিজেদের রায় জানাবে সুপ্রিম কোর্ট। তবে তার আগেই আরো এক বৃহৎ সমস্যার মুখে পড়তে চলেছে ভারতীয় ফুটবল। গত মঙ্গলবার রাতে ( বুধবার ) বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা বা FIFA ( ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ) এবং এএফসি  বা AFC ( এশিয়ান ফুটবল কনফেডারেশন ) এআইএফএফকে একটি চিঠি পাঠায়। চিঠিতে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে এই দুই পক্ষ। ফেডারেশনের সংবিধান সংশোধনের জন্য অনেকদিন ধরেই ফেডারেশনকে বার্তা দিচ্ছিল তারা। তবে এইবার সময়সীমা বেঁধে দিল তারা। আগামী ৩০ অক্টোবরের মধ্যেই সংবিধান সংশোধনের কাজ সম্পূর্ণ করার নিৰ্দেশ দিল ফিফা এবং এএফসি। এছাড়াও এই চিঠিতে ফিফা এবং এএফসি জানিয়েছে যে কোনোরকম বেসরকারী সংস্থা ছাড়া ফেডারেশনকে একদম স্বাধীনভাবেই নিজের কাজ করতে হবে। অর্থাৎ এফএসডিএল -র মতো কোনো বেসরকারি সংস্থার বা তৃতীয় পক্ষের সঙ্গে আর কাজ করতে পারবেনা ফেডারেশন। ভারতীয় ফুটবলের মরশুম কবে থেকে শুরু হবে তা নিয়েও যথেষ্টই চিন্তিত রয়েছে ফিফা এবং এএফসি । একের পর এক আইএসএল ক্লাবগুলি নিজেদের স্থগিত করে দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য। ফলে এতে বিশ্ব ফুটবলের মানচিত্রে খারাপ প্রভাব পড়ছে ভারতের । তাই এই কড়া ভাষায় ফেডারেশনকে চিঠি দিয়েছে ফিফা ও এএফসি।

গত ২০২২সালেও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসনের মুখে পড়তে হয়েছিল ফেডারেশনকে। তারপর সভাপতির পদে কল্যাণ চৌবে আসার পরও এই মামলা চলছিল সুপ্রিম কোর্টে দীর্ঘদি ধরে। বৃহস্পতিবার তারই রায় ঘোষণা হওয়ার কথা।      

Comments :0

Login to leave a comment