Banarhat Leopard Death

চিতাবাঘের হামলায় বানারহাটে এবার মৃত্যু ছাত্রের

জেলা

তিন সপ্তাহের মধ্যে ফের চিতাবাঘের  হামলায় মৃত্যু হলো কিশোরের।  
বানারহাট থানার কলাবাড়ি বস্তিতে  নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল কলাবাড়ি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আমিনুর রহমান। সন্ধ্যা সাতটা নাগাদ  তাকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। গ্রামের মানুষের চিৎকার শুনে আমিনুরকে ফেলে পালায় চিতিাবাঘ। অমিনুরকে দ্রুত হাসপাতালে নিয়ে  আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
বানারহাট থানার খুট্টাবাড়ি, উত্তর অংরাভাষা এলাকার এই ঘটনা।
আমিনুরের বাবার নাম খলিল রহমান। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই এই এলাকায় বাড়ির সামনে থেকে  এক শিশু কন্যাকে চিতাবাঘ তুলে নিয়ে  জঙ্গলে ফেলে যায়।

Comments :0

Login to leave a comment