CHANDANNAGAR HAWKER CITU

সিআইটিইউ’র বিক্ষোভ, চন্দননগরে আটকে গেল রেল হকার উচ্ছেদ

জেলা

রেলের হকার উচ্ছেদ করতে আসা জেসিবি ঘিরে বিক্ষোভ চন্দননগর স্টেশন চত্বরে।

চন্দননগর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ করতে এসেছিল রেল। বিশাল রেল পুলিশ বাহিনী, জেসিবি নিয়ে হাজির হয়েছিল। কিন্তু প্রতিবাদের মুখে আটকে গিয়েছে উচ্ছেদ অভিযান। শুক্রবার সিআইটিইউ’র বিক্ষোভে ফিরে যেতে বাধ্য হয় রেল এবং পুলিশবাহিনী। 
সুপ্রিম কোর্টও এই উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে। হকাররা তা নিয়েও সরব হন। বিক্ষোভের মুখে ফিরতে হয় রেলকে। (ক্লিক করে দেখুন ভিডিও)
গত ৪ অক্টোবর চন্দননগর স্টেশন সংলগ্ন হকারদের উচ্ছেদের জন্য একটি নোটিশ ধরানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ দিনের মধ্যে অর্থাৎ ১৮ অক্টোবরের রেলের জায়গায় থাকা হকারদের উঠে যেতে বলা হয়। 
শুক্রবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও জেসিবি মেশিন নিয়ে এসে হকার উচ্ছেদ করতে যায় রেল। বৃহস্পতিবার অভিযানের শুরুতেই বাধার মুখে পড়তে হয় রেল পুলিশকে। রেল পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা হয় হকারদের। সিআইটিইউ কর্মীরাও জড়ো হন স্টেশন চত্বরে। উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। উপযুক্ত পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, উঠতে থাকে দাবি।
চন্দননগর স্টেশনে ঢোকার মুখেই রেলের জায়গায় প্রায় ৩ দশক ধরে ব্যবসা করে আসছেন পঞ্চাশের বেশি হকার। এর আগেও তাঁরা উচ্ছেদের নোটিস পেয়েছিলেন। চন্দননগর হকার কো-অপারেটিভ সোসাইটির সম্পাদক দেবব্রত দে বলেন, ‘‘আমরা ১৯৯২ সাল থেকে রেলের কাছে আবেদন করেছি। রেলকে উপযুক্ত মূল্য দিয়ে আমরা ব্যবসা করতে চাই। কিন্তু সেই কথা রেল শোনেনি। ডিআরএম থেকে রেল মন্ত্রী, সবাইকে জানানো হয়েছে।’’
দেবব্রত দে জানিয়েছেন, হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট রেলের পক্ষে রায় দেয়। গত মাসে সুপ্রিমকোর্টে মামলা হয়। তিনি বলেন, ‘‘মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। উচ্ছেদ হলে পরিবারগুলির চলবে কি করে।’’
হকার সংগঠনের পক্ষে সিআইটিইউ নেতা বিশ্বজিৎ মুখার্জি বলেন, ‘‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। রেল সে কথা শুনছিল না। সুপ্রিম কোর্টে আজকে স্টে অর্ডার হয়েছে। আবার জানুয়ারির ৬ তারিখে এই মামলার শুনানি হবে। তার আগে কোনো উচ্ছেদ করা যাবে না।’’
‘অমৃত ভারত’ প্রকল্পের অন্তর্গত রেল স্টেশনগুলিকে আধুনিক করা হচ্ছে সেই তালিকায় নাম রয়েছে চন্দননগর স্টেশনেরও। সিআইটিইউ হুগলি জেলা সম্পাদক তীর্থঙ্কর রায় বলেন, ‘‘তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। কিছুদিন আগে রাজ্যজুড়ে তৃণমূল হকার উচ্ছেদ করেছে। আজ চন্দননগরে রেল হকারদের উচ্ছেদ করতে বুলডোজার নামিয়েছে রেল। সিআইটিইউ প্রথম দিন থেকেই লড়াই করে আসছে। পুনর্বাসন ছাড়া কোনভাবেই হকার উচ্ছেদ করা যাবে না।’’ 


 

Comments :0

Login to leave a comment