GARBETA MEENA ROY

‘গরু-ছাগল নই যে বিক্রি হব’, বিধায়ককে জবাব ধমনীর মীনার

জেলা

এই সভাতই দলবদলের প্রস্তাব ছুঁড়ে ফেলেন গড়বেতার ধমনীর মীনা রায়।

চিন্ময় কর

সিপিআই(এম)’র মহিলা পঞ্চায়েত সদস্যকে ডেকেছিলেন উন্নয়নের জন্য আলোচনার নাম করে। বিধায়কের ডাকে গিয়েছিলেন সিপিআই(এম)’র পঞ্চায়েত সদস্য মীনা রায়। সভায় যদিও তৃণমূলে যোগ দিতে চাপ চলছিল। তৃণমূলের এক ঝাঁক নেতাকর্মীর সামনেই
বিধায়কের মুখের উপর বলে এলেন মীনা রায়, ‘আমরা গরু ছাগল  নই যে বিক্রি হব।’
এমন ঘটনা গড়বেতা বিধানসভা এলাকার করঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ধমনী গ্রামের। এই এলাকা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ঝাড়গ্রামের সিপিআই(এম) প্রার্থী সোনামণি মুর্মু টুডু প্রচারে বেরতেই নেমেছে জনতার ঢল। সিপিআই(এম) জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেছেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে। ওরা আতঙ্কে ভূগছে। গড়বেতার মানুষ এবারে ওদের ঘুম কেড়ে নেবেন।’’
ধমনী বুথে এখনও সিপিআই(এম) জয়ী হয়ে আসছে। পাশের গ্রাম আমলাগোড়া বুথেও সিপিআই(এম) জয়ী হয়ে আসছে পঞ্চায়েতে। তৃণমূল দুই বুথে উন্নয়নের বরাদ্দ আটক করে রেখেছে। 
রবিবার হঠাৎ করে গ্রামে ঢোকেন তৃণমূলের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। ঘটনা জানিয়ে মীনা রায় বলছেন, ‘‘উন্নয়নের কাজ নিয়ে কথা বলার জন্য ডাকা হয়। একটি আসন পেতে গ্রামের কিছু মহিলা শিশুকে জড়ো করা হয়ে। সেই আসনে মীনা রায়কে সঙ্গে নিয়ে বিধায়ক বসে পড়েন।’’
বিধায়ক বলেন যে গ্রামে জলের পাম্প ও আলো স্তম্ভ বসানো হবে। আপনার সহযোগিতা লাগবে। মীনা রায় বলেন সব ধরনের সাহায্য করবে গ্রামের মানুষ। তারপরই বিধায়কের প্রস্তাব, আপনার পরিবারকে আমাদের তৃণমূল দল দেখবে। আপনি আমাদের পতাকা ধরুন। 
এরপরই সিপিআই(এম)’র পঞ্চায়েত সদস্য বিধায়কের মুখের উপর কাগজ ছুঁড়ে মারেন। আর তৃণমূলের পতাকা যারা হাতে ধরাতে এগিয়ে আসছিল তাদের ধমক দিয়ে বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু হাটের গরু ছাগলের মতো বিক্রি হই না। আপনাদের এত পঞ্চায়েত সদস্য, আমাদের হাতে গোনা ২জন। তাতেই আপনাদের ভয়।‘
এমন ঘটনার পর তৃণমূলের বিধায়ক পুলিশি পাহারায় দলের বহিরাগত কর্মীদের দিয়ে সিপিআই(এম)’র পতাকা খুলে দেওয়ার নির্দেশ দেন। তাতে মীনা রায় এবং গ্রামের মানুষ প্রতিবাদ করেন। 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপিআই(এম) নেতা তপন ঘোষ, দিবাকর ভুঁইয়ারা। ততক্ষনে তৃণমূলের বিধায়ক তার সঙ্গীদের নিয়ে গ্রাম ছাড়েন। 
তপন ঘোষ বলেছেন, ‘‘মীনা দি সহ আমলাগোড়া বুথে আমাদের পঞ্চায়েত সদস্য বাতাসী দুলেকেও ওরা ডেকে পাঠিয়েছিল। গত ১৬ই মার্চ থেকে পরপর চারদিন গড়বেতার ৭০টি মৌজায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সোনামণি মুর্মু টুডু সমর্থনে  পাড়ায় পাড়ায় প্রচার সহ পথ সভাতে মানুষের নজর কাড়া অংশ গ্রহন। এখন সিপিআই(এম)-কে দুর্বল করতে এমন খেলা শুরু করেছ তৃণমূল। এরপর জনতা দুর্নীতির হিসাব চাইবে।’’

ই মেলে
গড়বেতা বিধানসভা এলাকার করঙ্গা গ্রামপঞ্চায়েত এলাকার ধমনী গ্রামে, তৃণমূলের বিধায়ক উত্তরা সিংহ হাজরা উন্নয়নের আলোচনার নামে সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যকে ডেকে এনে তৃণমূলের যোগদানের প্রস্তাবে মুখের উপর কাগজ ছুঁড়ে মেরে প্রতিবাদ জানালেন মীনা রায়।

Comments :0

Login to leave a comment