CUBA Greetings Party Congress

অভিনন্দন বার্তায় বিপ্লবের বন্ধু ইয়েচুরিকে স্মরণ কিউবার

জাতীয়

‘‘কিউবার কঠিন লড়াইয়ে সংহতি জানিয়ে এসেছেন আপনারা। আমরা নিশ্চিত কিউবা বিপ্লবের সুহৃদ বন্ধু প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির মতোই ভূমিকা নেবে আপনাদের নবনির্বাচিত নেতৃত্ব। আমাদের ন্যায়ের লড়াইয়ের পাশে থাকবে আপনাদের পার্টি।’’
কঠিন লড়াইয়ের মাঝেই হাভানা থেকে অভিনন্দন বার্তা মাদুরাইয়ে পৌঁছেছে এই ভাষাতেই। সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে কিউবা। 
অর্থনৈতিক অবরোধ তীব্র করেছে আমেরিকা। তা সত্ত্বেও অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে সমাজতান্ত্রিক কিউবা। সেই লড়াইয়ে সংহতি জানিয়ে পাশে থেকেছে সিপিআই(এম)। মাদুরাইয়ে সিপিআই(এম) পার্টি কংগ্রেসে অভিনন্দন বার্তায় দুই পার্টির গভীর সম্পর্ককে এভাবেই স্মরণ করল কিউবার কমিউনিস্ট পার্টি।
কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকায় ফের এনেছে ট্রাম্প প্রশাসন। 
সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসের অভিনন্দন বার্তা এসেছে বিশ্বের বহু দেশ থেকে। প্রতিনিধিদের নজর টেনেছে প্যালেস্তাইনের পিপলস পার্টির বার্তা। প্যালেস্তাইনকে গুঁড়িয়ে দিতে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের ঘোষণা করেছেন সরাসরি। প্যালেস্তিনীয়দের হটিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
প্যালেস্তাইনের পিপলস পার্টি বলেছে, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে আমাদের ন্যায়সঙ্গত লড়াইয়ের পাশে থেকেছেন আপনারা। আপনাদের অভিনন্দন। বিশেষ করে, এই সময়ে, যখন দখলদার রাষ্ট্র ইজরায়েল গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কে গণহত্যা চালাচ্ছে।

Comments :0

Login to leave a comment