তুরস্ক ও সিরিয়া (Turkey and Syria Earthquake) এই মুহূর্তে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুটি দেশ মিলিয়ে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪,৩০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৩২,০০০। সোমবার তুরস্কে একটি ৭.৮ মাত্রার, একটি ৭.৬ এবং ৬.০ মাত্রার পরপর তিনটি ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবার মধ্য তুরস্কে ৫.৯ মাত্রার আরও একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভারতসহ কয়েক বিভিন্ন দেশ দুই দেশকে সাহায্য ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে এই বিধ্বংসী পরিস্তিতির সুযোগ নিয়ে সিরিয়ায় জেল থেকে পালিয়েছে ২০ জন সাংঘাতিক আইসিস (isis) সন্ত্রাসী।
তুরস্ক এব সরিয়া সীমান্তবর্তী এলাকার জেলগুলোতে ১৩০০’রও বেশি খতরনাক আইএস সন্ত্রাসী বন্দী ছিল। ভূমিকম্পনের চোটে জেলের দেওয়াল ধসে যাওয়ায় সেখান থেকে ২০ জন পালিয়েছে। কিছু জেলের দখলও নিয়ে নিয়েছে আইএস সন্ত্রাসীরা।
Turkey and Syria Earthquake
তুরস্কে মৃতের সংখ্যা ছাড়াল ৪,৩০০
×
Comments :0