দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের চারিদিকে প্রচন্ড গরম। মঙ্গলবার সকাল ১১ টা থেকে তাপমাত্রার পারদ চড়তে থাকে। জরুরী কাজ ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ডুয়ার্সে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমের হাত থেকে রেহাই নেই বন্যপশুদের। তারাও জঙ্গলের বাইরে বেরিয়ে আসছে দাবাদহের হাত থেকে রেহাই পেতে। দলে দলে হাতি তিস্তা নদীর জলে নেমে পড়েছে। একটা দুইটা হাতি নয়, একপাল হাতি জলে নেমে আরামে গা ভিজিয়ে নিচ্ছে। এদিন এই রকম ছবি ধরা পড়লো। দেখা গেল গাজলডোবা তিস্তা নদীর দুধারে বৈকন্ঠপুর জঙ্গলে। সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতে গা ভাসিয়ে চলছে স্নান। জল থেকে পাড়ে ওঠার নাম নেই। সম্পুর্ণ তৃপ্তি নিয়ে সন্ধ্যার আগে ফের সদলবদলে ফিরে গেল জঙ্গলে।
গরমের জ্বালায় নাজেহাল দশা। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ফের বাড়বে চড়বে পারদ শরু হবে তাপপ্রবাহ। বৃহস্পতিবার ফের তাপ প্রবাহের লাল সতর্কবার্তা দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেরও থাকবে দাবদাহ পরিস্থিতি।
Elephants
গরমে নাজেহাল, নদীতে গা ভাসালো হাতির পাল
×
Comments :0