কঠিন আইনি লড়াই জিতে ১০ বছর পর মুক্তি পেয়েছিলেন গত মার্চে। কিন্তু একটি অপারেশনের পর শারীরিক জটিলতার কারণে প্রয়াত হলেন জি সাই বাবা।
শরীরের প্রায় ৯০ শতাংশ সঠিকভাবে কাজ করত না। বিশেষভাবে সক্ষম জি সাইবাবাকে জেলে রাখা হয়েছিল চিকিৎসার ব্যবস্থা না করে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাঁর চিকিৎসার ও ব্যবস্থা করেনি। বস্তুত জেলের ভিতর এই নিপীড়ন শেষ পর্যন্ত তার মৃত্যু ডেকে এনেছে বলে মনে করছেন অনেকেই
মাওবাদীদের সঙ্গে সংযোগের অভিযোগে দশ বছর জেলে থাকতে হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে। ন্যায়ের পক্ষে প্রচারের জন্য কঠিন লড়াইয়ে নেমেছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর পর এ বছরের মার্চে বম্বে হাইকোর্টের রায় মুক্তি পান জি সাই বাবা। তাঁর যাবজ্জীবনের অভিযোগও খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।
হায়দরবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে গল ব্লাডারে সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন সাইবাবা। অপারেশনের পর জটিলতার কারণে শনিবার রাতে মারা যান তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৪।
সাঁইবাবার লড়াইকে অভিবাদন জানিয়েছে সিপিআই(এম)। সমবেদনা জানিয়েছে তাঁর কন্যা এবং স্ত্রীকে। সিপিআইএম বলেছে নরেন্দ্র মোদি সরকারের নিপীডন সাইবাবার মৃত্যু ডেকে এনেছে। প্রবীণ সিপিআইএম নেতা হান্নান মোল্লা বলেছেন এর আগে সমাজকর্মী স্টান স্বামীও কারাগারে নিপীড়নের কারণে প্রয়াত হয়েছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের এই আচরণ জঘন্য।
G N Saibaba
সমাজকর্মী নিপীড়িত জি সাইবাবা প্রয়াত
×
Comments :0