‘গণশক্তি’-র ৫৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে কলকাতায় কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে জনসমাগম। মূল প্রেক্ষাগৃহে অনেকেই আসন পাননি। বাইরে যদিও জায়গা করা রয়েছে। বিশেষ সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। অনেকে সেখানে বসেই অনুষ্ঠান দেখছেন।
শুক্রবার বিকেল চারটের আগে থেকেই আসতে শুরু করেন পাঠক, শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানের সভাপতি প্রবীণ কমিউনিস্ট নেতা এবং রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
বসু বলেছেন, ‘‘আজ থেকে ৫৮ বছর আগে যখন পত্রিকা শুরু হয় তখন শপথ বাক্য পাঠ করা হয়েছিল।
তাতে লেখা ছিল গণশক্তি তুলে ধরবে ছড়িয়ে দেবে শ্রমিকের সংগ্রামকে। সেই কাজই করে চলেছে ‘গণশক্তি’।
বক্তব্য রেখেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র। তিনি মনে করিয়ে দিয়েছেন বিশ্বজুড়ে উগ্র দক্ষিণপন্থার উত্থানের প্রেক্ষাপট। বলেছেন যে সাম্রাজ্যবাদ চায় বিভাজন। ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে বিভাজন করতে চায় শোষিত শ্রমজীবী মেহনতিদের।
মিশ্র বলেছেন, কমিউনিস্টদের কাজ আজকে সব অংশের মেহনতিকে একজোট করা। কমিউনিস্টরা আন্তর্জাতিকতাবাদী।
তিনি মনে করিয়েছেন যে ধর্ম এবং সাম্প্রদায়িকতা এক নয়। সাম্প্রদায়িকতার রাজনীতি মেহনতিকে বিভাজনের জন্য ধর্মকে ব্যবহার করে।
মিশ্র বলেন, মার্কসবাদ কোন আপ্তবাক্য নয়। কর্মক্ষেত্রে পথ নির্দেশক। মার্কসবাদ একটি বৈজ্ঞানিক মতবাদ, বিভিন্ন যুগের সঙ্গে সঙ্গে তার কিছু বদল আসে।
সত্যের সন্ধান যখন করি, বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে যেই আলোচনা করি তার অনেক ব্যাখ্যা খুবই একপেশে হয়। এখানে মার্কস এঙ্গেলস বলেছেন প্রয়োগের অভিজ্ঞতায় বুঝতে হয় কোনটা সত্য কোনটা মিথ্যে।
আজ উগ্র দক্ষিণপন্থার উত্থান হচ্ছে বিশ্ব জুড়ে। আগে যখন হয়েছিল তখন ফ্যাসিবাদ শক্তি বলে চিহ্নিত করা হয়েছিল।
এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ট্রাম্পের জয় কে বড় করে দেখানো হচ্ছে। শ্রীলঙ্কায় বামপন্থীদের জয় নিয়ে নীরব থাকছে। মানুষকে প্রভাবিত করছে।
এখন সাম্রাজ্যবাদের মধ্যে দ্বন্দ্ব নেই কারণ আন্তর্জাতিক লগ্নি পুঁজির কোনও দেশ নেই।
আজকের লড়াই মতাদর্শগত। নয়া ফ্যাসিবাদকে মোকাবিলায় গুরুত্ব দিতে হবে।
এখন দেখা যাচ্ছে গোয়েবলসের তত্ত্ব। মিথ্যাকে বার বার বলা হচ্ছে। আমাদের নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট যুক্তি চাই, নির্দিষ্ট বিশ্লেষণ চাই।
নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়ছে তাদের সবাইকে এক করতে হবে।
বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এবার ফিরাও মোরে’ কবিতা থেকে উদ্ধৃতি দেন তিনি- ‘যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে
যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে’।
এখন বক্তব্য রাখছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছাপানো পত্রিকার পাশাপাশি অনলাইনে প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
Ganshakti 59 Surya Mishra
মেহনতিকে একজোট করতে হবে, আহ্বান ‘গণশক্তি’-র বর্ষপূর্তিতে
×
Comments :0