Vikram Misri Dhaka

ফের সরব হাসিনা, বিক্ষোভ ঢাকায়, ভারতীয় বিদেশসচিব যাচ্ছেন কালই

আন্তর্জাতিক

ভারতের বিদেশসচিব সোমবার যাচ্ছেন ঢাকায়। ঠিক আগের দিন, রবিবার, ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো বিএনপি’র ছাত্র-যুব সংগঠন। 
বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে ভারত, এমনই অভিযোগ তুলে ঢাকার বারিধারায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালো বিএনপির ছাত্র-যুব সংগঠন। এই সমাবেশ ঘিরে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। 
ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবারও বিক্ষোভ মিছিল করে বিএনপির তিন সহযোগী সংগঠন।
রবিবারই ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের একটি সভায় মোবাইলে বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শোনানো হয়েছে। হাসিনা কড়া আক্রমণ শানিয়েছে মহম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে এই সরকার। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যাচ্ছে না। অপছন্দের সাংবাদিক হলেই বাদ যাচ্ছে সরকারি নথিভুক্তি। আওয়ামি লিগের নেতা ও কর্মীদের ওপর লাগাতার হামলা চলছে। সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তুলেও ইউনুস সরকারের সমালোচনায় সরব হন হাসিনা।  
এদিকে ঢাকায় বিএনপি’র সমাবেশ থেকে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ তোলা হয় ভারতের বিরুদ্ধে। ভারতীয় দূতাবাসে বিএনপি’র ছয় জনের একটি প্রতিনিধি দল কথা বলতে যায় এবং তাঁরা একটা স্মারকলিপি জমা দেয়। বিএনপি’র দাবি, ভুল তথ্য পরিবেশন করছে ভারতের মিডিয়া। সেই বিষয়ে জানানো হয়েছে স্মারকলিপিতে। মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার করে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে ভারত।  বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, "বাংলাদেশের ১৮ কোটি মানুষ দিল্লির মিডিয়ার আধিপত্যবাদ প্রতিরোধ করতে প্রস্তুত আছে।"  
সোমবারই ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রকের যৌথ আলোচনায় যোগ দিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরে  মহম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশের তোলা অভিযোগের ব্যাখ্যা বিশদে দেওয়ার চেষ্টা করবেন ভারতের বিদেশসচিব। দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা। ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে যে সংখ্যালঘু নিপীড়নে বারবার আপত্তি জানানো হয়েছে বাংলাদেশকে। আবার ইউনুসের সহযোগীরা ‘অপপ্রচার’ বলে চলেছেন। সেক্ষেত্রে মিসরি নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য দেবেন কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম এবং ইউনুসের সহযোগীরা বলে চলেছেন যে আক্রমণের পিছনে ধর্ম প্রধান কারণ নয়। আওয়ামি লিগের সমর্থক বলে এমন হয়েছে। তা নিয়েও কথা হবে বৈঠকে। ভারত-বাংলাদেশ বাণিজ্য, আদানির সঙ্গে হাসিনা সরকারের বিদ্যুৎ চুক্তি ঘিরেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment