Israel Hezbollah clash

বেইরুতে বিমান হামলায় হেজবোল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে নিহত

আন্তর্জাতিক

লেবাননের বেইরুতে ইজরায়েলি বিমান হামলায় হেজবোল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে নিহত বলে খবর। তবে জয়নব নাসরুল্লাহর মৃত্যুর বিষয়ে ইজরায়েল বা লেবাননের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জয়নব হেজবোল্লাহ এবং তার পরিবারের আত্মত্যাগের প্রতি তার সমর্থন ঘোষণা করতে সোচ্চার ছিলেন। তিনি ১৯৯৭ সালে ইজরায়েলি বাহিনীর হাতে তার ভাইয়ের হত্যার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন এবং উল্লেখ করেছিলেন যে তার পরিবার শোকের পরিবর্তে তার আত্মত্যাগকে সম্মান জানাতে চেয়েছিল।
২০২২ সালে আল-মানার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ভাই হাদি যখন শহীদ হন, তখন আমার বাবা-মা এক ফোঁটা চোখের জলও ফেলেননি’।
যুদ্ধ গাজা থেকে লেবানন সীমান্তের দিকে সরে যাওয়ার প্রেক্ষাপটে বেইরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হেজবোল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে ইজরায়েল যখন বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তখন এই ঘটনা ঘটল।

ইরানের প্রধান মিত্র হেজবোল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার চেষ্টায় শুক্রবার হেজবোল্লাহর সদর দফতরে হামলা চালায় ইজরায়েল। যদিও তার মৃত্যু নিয়ে দুপক্ষেরই দাবি এবং পালটা দাবি চলছে।

Comments :0

Login to leave a comment