মহাকাশে ভারতের নিজস্ব কেন্দ্রের জন্য ৩০ ডিসেম্বর মহাকাশ যান উৎক্ষেপণ করবে ‘ইসরো’। ‘স্পেডেক্স’ মিশনের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র 'ইসরো-র এই উৎক্ষেপণ হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে।
পিএসএলভি-সি ৬০ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ হতে চলেছে ‘স্পেডেক্স মিশন’-র। সফল হলে আমেরিকা, চীন ও রাশিয়ার পর ভারত চতুর্থ দেশ হবে যাদের মহাকাশে নিজেদের একটি গবেষণা কেন্দ্র থাকবে।
মহাকাশ কেন্দ্র নির্মাণের জন্য দরকার সেই ব্যবস্থা যাতে মহাকাশযান সেখানে ভিড়তে পারে। আবার কাজের শেষে ছেড়ে যেতে পারে। সেই বিশেষ প্রযুক্তি ব্যবহারে ভারত কতটা সক্ষম বুঝতে চাইছেন ‘ইসরো’-র বিজ্ঞানীরা।
‘ইসরো’ জানিয়েছে পিএসএলভি রকেটের সাহায্যে দু’টি ছোট ছোট মহাকাশ যান ওড়ানো হবে। যার মধ্যে একটি হবে ‘টার্গেট’ এবং অন্যটির হবে ‘চেইসার’। মহাকাশে গিয়ে চেইসার টার্গেটের দিকে এগিয়ে যাবে। টার্গেটের সঙ্গে সংযুক্তও হবে। এই দুটি মহাকাশযানের ওজন একত্রে হবে ৪৪০ কেজি। এগুলি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে থাকবে।
৩০ ডিসেম্বর রাত্রি ৯.৫৮ মিনিটে উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটা থেকে।
isro
মহাকাশে নিজস্ব গবেষণা কেন্দ্রের লক্ষ্যে ৩০ ডিসেম্বর রকেট ওড়াবে ‘ইসরো’
×
Comments :0