কেরালায় সিপিআই(এম) ত্রিচূড় জেলা কমিটির ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টটি শনিবার কোনও কারণ ছাড়াই আচমকা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর। এদিন বিকালে পার্টির জেলা কমিটিকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে চিঠি দিয়ে জানিয়েছে আয়কর দপ্তর। তবে কেন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, চিঠিতে তার কারণ জানানো হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি ত্রিচূড় জেলা কমিটির সম্পাদক এম এম ভার্গিসকে আয়কর দপ্তর পার্টির অ্যাকাউন্ট সংক্রান্ত ফাইল নিয়ে হাজিরা দিতে নোটিশ দিয়েছিল। নির্দিষ্ট সময়ে ফাইল নিয়ে হাজিরও হন ভার্গিস। সেই বৈঠকের পরেই শনিবার বিকালে আয়কর দপ্তর চিঠিতে জানিয়ে দিয়েছে, পার্টির জেলা কমিটির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন পার্টির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এনিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ত্রিচূড়ে আগামী ২৬ এপ্রিল ভোট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় সবার জন্য সমান সুযোগকে দুর্বল করার অভিযান শুরু করে দেওয়া হলো। তবে কেরালার মানুষ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবেন। তিনি জানান, এর বিরুদ্ধে আদালতে যাবে পার্টি। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
এদিকে কেরালা রাজ্য কমিটির সম্পাদক এম ভি গোবিন্দন এদিনই এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে জানিয়েছেন, পার্টির আয়-ব্যয় সংক্রান্ত রিপোর্ট প্রতি বছরই আয়কর দপ্তর এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়ে থাকে। তবু আয়কর দপ্তর অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ে কোনও ব্যাখ্যা না চেয়ে এবং এই নিয়ে কোনও আগাম নোটিশ না দিয়ে কোনও কারণ ছাড়াই ত্রিচূড় জেলা কমিটির অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে, যা অত্যন্ত নিন্দানীয় পদক্ষেপ। তিনি বলেন, সিপিআই(এম) তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার হিসাব সংক্রান্ত সব তথ্য স্বচ্ছতার সঙ্গে রক্ষা করে। অ্যাকাউন্ট বহির্ভূত কোনও টাকা নেই পার্টির। সিপিআই(এম) তার আয়-ব্যয়ের হিসাব অডিট করেই আয়কর দপ্তর ও নির্বাচন কমিশনে জমা দেয় নিয়মিত। বর্তমান মোদী সরকার বিরোধীদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার যে অভিযান চালাচ্ছে, তা ফ্যাসিস্ট অভিযান। সিপিআই(এম) তার আয়-ব্যয়ের হিসাব নিয়ে সব সময়ে তৈরি। যখন তা পেশ করতে বলা হবে, তখনই তা পেশ করা হবে। এতে লুকানোর কোনও বিষয় নেই।
CPIM Kerala Account
আয়করের নিশানায় লাল ঝাণ্ডা
×
Comments :0