Hanskhali

হাঁসখালি ধর্ষণ-হত্যায় দোষী ৯, সাজা ঘোষণা আগামীকাল

রাজ্য

হাঁসখালির দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৯ জনকে দোষী সাব্যস্থ করলো রানাঘাট এডিজি আদালত। আগামীকাল হবে সাজা ঘোষণা। 
২০২২ সালে এপ্রিল মাসে হাঁসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হবে সিবিআই। 
উল্লেখ্য হাঁসখালির এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘লাভ অ্যা ফেয়ার’। 
এই ঘটনায় দোষীরা হলেন সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক। এই তিনজন ৬ ধারায় অভিযুক্ত। এছাড়া রয়েছে সুরজিৎ রায় ও আকাশ বারুই, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচি।

Comments :0

Login to leave a comment