চূড়ান্ত অনমনীয় এবং অসংবেদনশীল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে। সংহতি জানিয়ে সোমবার সকাল ন'টা থেকে রাত নটা প্রতীকী অনশনের ডাক দিলেন সিনিয়র চিকিৎসকরা।
চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস রবিবার বিবৃতিতে সকলের কর্মস্থলে প্রতীকী অনশন পালনের ডাক দিয়েছে সোমবার। স্থানীয় নাগরিকদের এই অনুষ্ঠানে যুক্ত করে নেওয়ার আহ্বানও জানিয়েছে।
চিকিৎসকদের যৌথ মঞ্চ জানিয়েছে, মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভালে’ সব অংশের চিকিৎসকরা যোগ দেবেন।
১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তিনজন চিকিৎসককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আলোচনার বার্তা দেওয়া দূর, রাজ্য সরকার ব্যস্ত চিকিৎসকদের গণ ইস্তফাকে খাটো করতে।
জুনিয়ার ডাক্তারদের অনশন এবং রাজ্য সরকারের অনমনীয় মনোভাবের উল্লেখ করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস বলেছে যে ক্ষোভে ফুঁসছে বাংলার নাগরিক সমাজ। বলেছে, ধর্মতলা এবং উত্তরবঙ্গ মেডিক্যালে সংহতি জানিয়ে রিলে অনশন করছেন সিনিয়র ডাক্তাররা। বিভিন্ন জায়গায় রিলে অনশন করছেন নাগরিকরা।
Hunger Strike Doctors
কাল সর্বত্র প্রতীকী অনশনের ডাক চিকিৎসকদের যৌথ মঞ্চের
×
Comments :0