‘‘আপনার পরামর্শদাতারা সম্ভবত ভুল তথ্য দিচ্ছে। এমন বিষয় বলছে যা আমাদের ইশ্তেহারেই নেই। আমাদের ‘ন্যায় পত্র’ কী বলছে আপনাকে জানাতে চাই। সরাসরি আপনার সঙ্গে দেখা করতে পারলে সবচেয়ে খুশি হব। কারণ দেশের প্রধানমন্ত্রী হয়ে মিথ্যাভাষণ দেওয়া প্রধানমন্ত্রীকে মানায় না মোটেই।’’
বিনয়ের সঙ্গে মিথ্যাভাষণের অভিযোগে সরব হয়ে এমনই চিঠি পাঠালেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রাপক অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার মঞ্চ থেকে সরাসরি ঘৃণাভাষণের আবহে মোদীর সঙ্গেই দেখা করতে চাইলেন খাড়গে।
মোদী এখন নিয়ম করে টেনে আনছেন কংগ্রেসের ইশ্তেহারকে। লাগাতার আক্রমণ করছেন ‘ইন্ডিয়া’-কে। ‘চারশো পার’ স্লোগান তোলাচ্ছেন ঠিকই। তবে ভাষণে বোঝাচ্ছেন কংগ্রেস সরকার গড়লে কী কী বিপদ হতে পারে। যে সম্ভবনা ক’দিন আগেও উড়িয়ে দিয়েছিলেন নিজেই।
খাড়গে তাঁর চিঠিতে বলেছেন, ‘‘আমাদের ইশ্তেহার থেকে কয়েকটি করে শব্দ বেছে নেওয়া আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তারপরই তা নিয়ে অপ্রাসঙ্গিক অভিযোগ তুলছেন। চেষ্টা করছেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে।’’
খাড়গের সংযোজন, ‘‘কংগ্রেসের ‘ন্যায়পত্র’ আসলে চেয়েছে যুবক, মহিলা, শ্রমিক, কৃষ্ক এবং প্রান্তিক অংশের ন্যায়ের কথা বলতে। ধর্ম বা জাতের পরিচয় যা-ই হোক, ন্যায় সবার জন্য।’’
মোদী প্রচারে বলেছেন, কংগ্রেস সরকারে এলে মুসলিমদের সব দিয়ে দেবে। হিন্দু মহিলাদের গয়না পর্যন্ত থাকবে না। উত্তারাধিকারে পাওয়া সম্পত্তিতে বসবে কর। আরও বলেছেন, সব সংরক্ষণ মুসলিমদের জন্য করে দেবে। প্রধানমন্ত্রী যদিও সরাসরি হিন্দু-মুসলিম বিভাজনের এমন ভাষণ এই প্রথম দিচ্ছেন এমন নয়। ২০১৫’তে বিহারের বিধানসভা নির্বাচন বা কর্ণাটকে গত বছরের ভোটে এমনই ভাষণ দিয়েছেন।
খাড়গেও বলেছেন, ‘‘আমরা অবশ্য খুব আশ্চর্য হচ্ছি না। আপনি এবং আপনার দলের নেতাদের এই ভাষণ আরও বেড়েছে প্রথম দফার পর। নির্বাচনের প্রথম দফার পরই ভরাডুবির আশঙ্কা করছেন।’’ বলেছেন, ‘‘আসলে আপনি এবং আপনার সরকার গরিব এবং বঞ্চিতদের কথা ভাবননি দশ বছর। আপনার ‘স্যুট বুট কী সরকার’ নিম্নবিত্ত মধ্যবিত্তের বোঝা বাড়িয়ে কর্পোরেটের কর মকুব করেছে। গরিবরা নুন আর খাবার কিনতেও জিএসটি দেন। আর ধনী কর্পোরেট জিএসটি’র জমা ফেরানোর দাবি তোলে। আমরা যখনই ধনী গরিবের কথা বলছি আপনি অভিসন্ধি করেই হিন্দু আর মুসলিম বলছেন।’’
KHARGE MODI
দেখা করতে চাই, মিথ্যাভাষণ মানায় না আপনাকে! মোদীকে চিঠি খাড়গের
×
Comments :0