ঈদ উৎসব সোমবার। চলছে নবরাত্রি। পালিত হবে রামনবমীও। তার আগে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এই সময়েই রাজ্যের সর্বত্র বামফ্রন্ট কর্মীদের সজাগ থাকার আবেদন জানালো বামফ্রন্ট।
রবিবার বিবৃতিতে রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু জাল ওষুধের কারবার বন্ধ করতেও রাজ্য প্রশাসনের কাছে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
বিমান বসু বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে রক্ষা করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে জোট বদ্ধ হতে হবে।’’ তিনি বলেছেন, ‘‘সাম্প্রদায়িক শক্তি মানুষের মধ্যে বিভাজনের জন্য প্ররোচনা তৈরির চেষ্টা চালাবে, এমন আশঙ্কা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। কারণ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এ ধরনের ঘটনা ঘটেছে।’’
রাজ্য প্রশাসনের কাছে বামফ্রন্টের দাবি, আগাম সতর্কতা নিয়ে রাজ্যে শান্তি-শডঙ্খলা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা নিতে হবে। উসকানির চেষ্টা হলে কঠোর হাতে তার মোকাবিলা করতে হবে।
উল্লেখ্য, শনিবারই মালদহে জেলা বামফ্রন্ট সম্প্রীতি রক্ষায় প্রশাসনকে সতর্ক হওয়ার দাবি জানিয়েছে। রাস্তায় নেমেছে জনতাকে সঙ্গে নিয়ে। রাজ্যের ঐতিহ্য ভেঙে দেওয়ার চেষ্টা গত বেশ কয়েক বছর ধরে ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানকে ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করা হচ্ছে। রাজনীতিতে তার ফয়দা তোলা হচ্ছে। আরএসএস-বিজেপি দেশের বিভিন্ন জায়গায় এই কৌশল নিচ্ছে।
সিপিআই(এম) বারবারই বলেছে যে সরকারে আসীন তৃণমূল এমন সক্রিয়তায় কড়া ব্যবস্থা নেওয়ার বদলে পরিপূরক সাম্প্রদায়িকতার নীতিতে চলছে। ঈদ এবং রামনবমীকে ঘিরে এমন প্রয়াস রুখতে রাস্তায় থেকে সচেতনতা ছড়ানোর লক্ষ্যও জানিয়েছে পার্টি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সমস্ত ধরনের প্ররোচনা উপেক্ষা করে সাম্প্রদায়িক ঐক্য ও সংহতি রক্ষার জন্য জনগণের কাছে বামফ্রন্ট আবেদন জানাচ্ছে।’’
এদিন বামফ্রন্টের বিবৃতিতে জাল ওষুধ প্রসঙ্গে বলা হয়েছে, যে জাল ওষুধের কারবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। বামফ্রন্ট বলেছে, ‘‘সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রেই জাল ওষুধ বিক্রি হচ্ছে। এর ফলে অবাঞ্ছিত ও মর্মান্তিক কয়েকটি ঘটনাও ঘটে গেছে। চিকিৎসক সমাজ তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। জনমনে ভীতির পরিবেশ তৈরি হয়েছে।’’
রাজ্য প্রশাসনের কাছে বামফ্রন্টের দাবি, রাজ্যের ওষুধ পরীক্ষার ব্যবস্থাকে সক্রিয় করতে হবে। সরকারি হাসপাতালে ভেজাল ও খারাপ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’’
Left Front Biman Basu
বিভাজনের চেষ্টাকে প্রতিহত করে সম্প্রীতির আহ্বান বামফ্রন্টের

×
Comments :0