সাম্প্রদায়িক চক্রান্ত রুখে দিন, শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রবিবার মিছিল হয় হাওড়ায়। হাওড়া জেলা বামপন্থী দলসমূহের আহ্বানে শিবপুর কাজিপাড়া থেকে জি টি রোড হয়ে মিছিল শেষ হয় হাওড়া ময়দানে। মিছিলে ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ, পার্টি নেতা পরেশ পাল সহ বামপন্থী দলসমূহের বিভিন্ন নেতৃবৃন্দ। মিছিল শেষে হাওড়া ময়দানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শ্রীদীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবারই রাজ্য বামফ্রন্ট সর্বত্র শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। বামফ্রন্টের সভাপতি বিমান বসু প্রশাসনের কাছেও উসকানি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রবিবার, গাড়ুলিয়া এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও উত্তরকন্যায় যুবদের মিছিলের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে সিপিআই(এম) গাড়ুলিয়া এরিয়া কমিটির উদ্যোগে পৌরসভার সামনে থেকে পিনকল মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়।
মালদহে শান্তি, সম্প্রীতি ও ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে রবিবার সন্ধ্যায় মালদহ শহরের ফোয়ারা মোড়ে জেলা বামফ্রন্টের ডাকে ধর্ণা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থানে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ।
হাওড়ার শিবপুর কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মিছিলে শ্রীদীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ সহ নেতৃবৃন্দ।
Harmony Rally Bengal
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে মিছিল জেলায় জেলায়

×
Comments :0