MUKTADHARA : POETRY : ARMAR : ALOK DUTTA : 21 SEPTEMBER 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : কৃষকের জোশ : অলোক দত্ত : ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  ARMAR  ALOK DUTTA  21 SEPTEMBER 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

কৃষকের জোশ

অলোক দত্ত

খুব ধীরে ধীরে। 
অন্ধকারের বুক চিরে, 
এগিয়ে চলেছে লাল আভা। 
অট্টালিকার উঁচু থেকে 
বোঝেনি কেউ আগে থেকে। 
আছড়ে পড়বে শহরে 
বুভুক্ষু মানুষের থাবা।

পায়ের রক্তে রাঙা, 
রাজপথ কাঁপে। 
কৃষকের কোলাহল সরকারের চাপে।
শত শত ক্রোশ, কৃষকের জোশ, 
ঋণ মুকুবের দাবীতে অনড়। 
দেনার দায়ে বাড়ছে রোষ, 
উঠেছে লাল ঝড়।

যারা উঁচু থেকে দেখে, 
মুচকি হাসে। 
তারাই প্রভাতে দেখলো বিস্ময়। 
পুরো শহর ঢেকেছে লাল ঝান্ডায়।

ক্ষত বিক্ষত হাত পা, 
এরাই আমাদের অন্নদাতা। 
শহুরে মানুষ নেমে আসে নীচে। 
বাড়ালো বন্ধুর হাত যেচে। 
কৃষকের লং মার্চ আরও বলীয়ান।
চিৎকার করে চলে স্লোগান। 
লাঙল যার জমি তার।

 


 

 

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment