Madhyamik student dies

পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

জেলা

Madhyamik student dies


পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী ইরফান আলির(১৫)। অপর এক পরীক্ষার্থী আমিনুল ইসলাম মারাত্মকভাবে জখম হয়। বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ইরফান আলীর বাড়ি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাওরআটি এলাকায়। ইরফান আলি ও আমিনুল ইসলাম শাসন আমিনপুর কেএনসি মাদ্রাসার ছাত্র। 

এদের পরীক্ষার সেন্টার পড়েছিল উলা কালসারা কাদরিয়া সিনিয়র মাদ্রাসায়। এদিন মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে মোটরবাইক করে কদম্বগাছির দিক থেকে দ্রুত গতিতে আমিনুল ইসলাম ও ইরফান আলী দেগঙ্গার দিক থেকে বাড়ি ফিরছিল। শাসন থানার অন্তর্গত গোলাবাড়ি এলাকায় টাকি রোডের ধারে একটি মোটর ভ্যান দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ইরফান আলী ওই মোটর ভ্যানে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুই ছাত্র রাস্তার উপরে ছিটকে পড়ে। ভ্যান চালকও আহত হয়। স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে কদম্বগাছির একটি নার্সিংহোমে ভর্তি করলে ইরফান আলীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 
 

Comments :0

Login to leave a comment