CHOPRA MARTYRS

চা শ্রমিক আন্দোলনের চার শহীদকে স্মরণ চোপড়ায়

জেলা

চার শহীদকে স্মরণ করে লালবাজারে জমায়েত।

২০০৩ সালের ৩০ এপ্রিল, ঠিক একুশ বছর আগে, এই দিনটিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লালবাজারে নৃশংসভাবে খুন হন সিআইটিইউ’র তিন নেতা। ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলি,  বিজয় রায় ও খলিলুর লালবাজারে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছিলেন। এদিন ওই চার শহীদকে স্মরণে করা হয়েছে  শ্রদ্ধায়। 

আকবর আলির নেতৃত্বে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে চা শ্রমিকদের মজুরি ও অন্যান্য দাবি আদায়  হয়েছিল। তাঁর হাত ধরে ইসলামপুর ও চোপড়ায় চা চাষ ও শিল্পের বিকাশ ঘটেছিল। আজ তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট জমি মাফিয়ারা টুকরো টুকরো করে জমি কেড়ে নিতে ছোট বড় চা বাগানে  হুমড়ি খেয়ে পড়েছে। 

সিআইটিইউ নেতৃত্বের অভিযোগ, চোপড়া ব্লকের বেশ কিছু ছোট বড় চা বাগানের শ্রমিকদের কাজ হারাতে হয়েছে। ডানকানসের মতো শিল্প গোষ্ঠীকে পাটাগোড়া, লক্ষীপুর ও গোয়ালগছ বাগান ছেড়ে চলে যেতে হয়েছে। আর ওই সব চা বাগানের  জমির বিনিময়ে এলাকার নব্যধনীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করছে  তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। একই ভাবে কোটি বাগান, ইউনিক বাগান, মৈত্রী  বাগান মালিক পক্ষকে তাড়ানোয় কর্মরত শ্রমিকদের কাজ হারাতে হয়েছে। প্রাপ্য   পিএফ, গ্রাচ্যুইটি  থেকে বঞ্চিত হতে হয়েছে। কোথাও কোথাও  শ্রমিকদের  খুন হতে হয়েছে। 

  ওই চার  শহীদদের স্মরণে  প্রতি বছরের মতো দাসপাড়া-ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল লাল বাজারে চার শহীদের স্মৃতিবেদী  প্রাঙ্গণে স্মরণ সভা  হয়। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হত্যা করেছিল তাঁদের। পতাকা উত্তোলন করেন ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা সিআইটি ইউ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহনিয়োগী। শহীদ বেদীতে মাল্যদান করে  শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। স্মরণসভা পরিচালনা করেন দবিরুল ইসলাম।

Comments :0

Login to leave a comment