উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ২৪ মে। জুনের গোড়াতেও রাজ্যের কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়নি। রাজ্যের কলেজগুলিতে ভর্তির কোনও নোটিশ নেই। কেন এই অবস্থা, প্রশ্ন তুললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার শিলিগুড়িতে সিপিআই(এম)’র যোগ দিতে যান সেলিম। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও দেন।
সেলিম বলেন, ‘‘মিডিয়ায় ভর্তি সংক্রান্ত কোন খবর সম্প্রচারিত হচ্ছে না। রাজ্যপাল ও তৃণমূলের নাটক নিয়ে মিডিয়া ব্যস্ত।’’ প্রশ্ন তোলেন, ‘‘ফল ঘোষণার সাতদিন পেরিয়ে গেলেও ভর্তির প্রক্রিয়া নেই কেন। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনও নোটিশ নেই কেন।’’
সেলিম স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন। সেলিম বলেন, ‘‘মহিলাদের যত স্বনির্ভর গোষ্ঠী আছে সবাই নিজেদের খাতা আকাউন্ট ব্যাঙ্কে গিয়ে চেক করুন। তৃণমূল অনেক গোষ্ঠীর টাকা উধাও করে নিয়েছে।’’
শুক্রবার সিপিআই(এম) জেলা কমিটির সভা যোগ দিতে শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে ছিলেন সেলিম। পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য মৃদুল দে’র স্মরণসভাতেও ভাষণ দেন সেলিম। সংবাদমাধ্যমের এক প্রশ্নে তিনি বলেন, ‘‘অভিষেক-শুভেন্দুর পচাগলা রাজনীতির বাইরে বেরিয়ে এসে মানুষ এখন শিক্ষা, কাজ, রোজগার, আবাসের কথা বলছে। আর দুর্নীতির বিরুদ্ধে বলছে ‘চোর ধরো জেল ভরো’। ‘চোর ধরো জেল ভরো’- তে অভিষেক এবং শুভেন্দু দুইজনেরই নাম আছে।
তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের দেখা নেই। বোমা বন্দুকের দেখা আছে। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোট ডাকার আগে তৃণমূলের কর্মীদের চাঙ্গা করছে বোমা বন্দুক পিস্তল দিয়ে।’’ সেলিম বলেন, ‘‘তৃণমূল আর বিজেপি কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা করে উকিল দাঁড় করিয়ে দিয়ে তদন্তকে আটকাতে চাইছে। নাগপুর দিল্লি ধরে গ্রেপ্তার এড়াতে চাইছে। বামপন্থীরা চাইছে তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হোক। অপরাধীরা শাস্তি পাক। আর বেকার ছেলেমেয়েদের হাতে কাজ আসুক। শূন্যপদে সুষ্ঠু নিয়োগ হোক।’’
মণিপুর প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘একটি জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক জাতি জনগোষ্ঠীর নিজস্ব দাবিদাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গে, জঙ্গলমহলেও মণিপুরের পুনরাবৃত্তি চাইছে বিজেপি এবং তৃণমূল। কুড়মি আর মাহাতোদের মধ্যে খুনোখুনির রাজনীতি করতে চাইছে বিজেপি আর তৃণমূল পঞ্চায়েত নির্বাচনকে ঠেকানোর জন্য। তৃণমূলের নবজোয়ার কর্মসূচী ভাটাতে পরিনত হয়েছে। তৃণমূল ছেড়ে মানুষ বামপন্থী লাল ঝান্ডা ধরছে। এটাই বাস্তবতা।’’
Comments :0