আজ ২৯ মার্চ। আজ থেকে ঠিক ১০বছর আগে ২০১৫ - র আজকের দিনে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের পঞ্চম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। খেলাটি হয়েছিল ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ৪৫ ওভারে ১৮৩ রানেই অলআউট হয়ে যায় কিউইদের সেনারা। ৮২ বলে ৮৩ করেন গ্র্যান্ট ইলিয়ট। রস টেলর করেন ৪০ রান। মাত্র ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন জনসন। ৩টি উইকেট নেন ফকনারও এবং স্টার্ক নেন ২টি উইকেট। ওই বছর বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছিল স্টার্কেরই হাতে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনায়াসে মাত্র ৩৩.১ওভারেই অজিরা জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। ক্লার্ক করেন ৭৪রান। স্টিভ স্মিথ ৫৬ এবং ওয়ার্নার করেন ৪৫ রান। ম্যাট হেনরি ২টি এবং ট্রেন্ট বোল্ট নেন১টি উইকেট। নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য আরো দৃঢ়ভাবে বিস্তার করেছিল অস্ট্রেলিয়া। এরপর ফের ২০২৩ সালে আহমেদাবাদে ভারতকে হারিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
On This Day 2015
নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া আজকের দিনে

×
Comments :0