Mumbai Police

বিস্ফোরণে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

জাতীয়

বিস্ফোরণে মুম্বাই উড়িয়ে দেওয়ার হুমকি। অনলাইনে হুমকি দাতা অভিযুক্তকে শনাক্ত করে হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে টুইটারে পোস্ট করা হুমকি বার্তাটি পায় পুলিশ। "আমি খুব শীঘ্রই মুম্বাইতে বিস্ফোরণ ঘটাব," লেখা হয় টুইটে।

বার্তা পাওয়ার পর পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করে। তারা ওই ব্যক্তিকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। সে মানসিকভাবে সুস্থ কিনা, নিছক জনপ্রিয়তার জন্য এই কাজ করেছে কিনা অথবা সত্যিই তার সাথে কোনো অপরাধ জগতের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment