কবিতা | নতুনপাতা
বর্ষ শেষে সূর্য হেসে
আনজু বানু
বছর শেষের সূর্য এলো
মেঘঘোমটা খুলে
বলল হেসে বিদায় এবার
বৃক্ষ শাখায় দুলে।
ভুলে যেও এই বছরের
যত পাপ তাপ
পুরনো দিনের যত দুঃখ
সকল পরিতাপ ।
সোনালি রোদ উঠলে আবার
আসব নতুন সনে
এই বছরের কোন গ্লানি
রেখো না আর মনে।
আজকে আমি বিদায় নেব
গোধূলিবেলা শেষে
আসব আবার নতুন সনে
নতুন রোদে হেসে।
Comments :0