India Postal Service America

আমেরিকায় ডাক পরিষেবা বন্ধ রাখছে ভারত

জাতীয়

আমেরিকায় পারসেল পাঠানোর পরিষেবা বন্ধ করছে ভারতীয় ডাক  বিভাগ। কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া ২৫ আগস্ট থেকে বন্ধ হবে এই পরিষেবা।
আমেরিকা ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে। এই পদক্ষেপ তার পালটা প্রতিক্রিয়া নয়। বস্তুর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিকায় অস্পষ্টতা রয়েছে। তার জেরে বিভিন্ন আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা আমেরিকায় পাঠানোর জন্য পারসেল নিচ্ছে না। ভারতীয় ডাক বিভাগকে সে কারণে  পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। 
ডাক বিভাগ জানিয়েছে, ২৫ আগস্ট থেকে আমেরিকায় পাঠানোর পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। চিঠিপত্র বা নথি এবং ১০০ ডলারের কম দামের উপহার কেবল পাঠানো যাবে। 
আমেরিকা প্রশাসনিক নির্দেশে জানায় যে ৮০০ ডলার পর্যন্ত দামের পণ্যে শুল্ক ছাড় ২৯ আগস্ট থেকে বাতিল করা হচ্ছে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুযায়ী যে কোনও পণ্য আমেরিকায় পৌঁছালে সংশ্লিষ্ট দেশের ওপর চাপানো হার অনুযায়ী শুল্ক নেওয়া হবে। 
ডাক বিভাগ এই তথ্য তুলে জানিয়েছে ১০০ ডলারের কম মূল্যের পণ্যে কেবল শুল্ক ছাড় বজায় থাকবে।
২৫ তারিখের পর পারসেল পাঠানোর জন্য বুকিং করেছেন যে গ্রাহকরা তাঁদের টাকা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে ডাক বিভাগ। সেই সঙ্গে বলা হয়েছে, আমেরিকায় ফের পূর্ণ পরিষেবা চালু করার চেষ্টা হবে যত তাড়াতাড়ি সম্ভব। 
এর আগে স্ক্যান্ডেনেভিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মান, বেলজিয়ামের ডাক বিভাগও আমেরিকায় পারেসল পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছে। 
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একের দেশের ওপর একেক হারে শুল্কের হার চাপিয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর পাশাপাশি রাশিয়ার থেকে তেল কেনার অজুহাত দেখিয়ে ২৫ শতাংশ জরিমানা চাপিয়েছে।

Comments :0

Login to leave a comment