Anil Ambani CBI

৪০ হাজার কোটি ঋণ জালিয়াতিতে অনিল আম্বানির বাড়িতে সিবিআই

জাতীয়

প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির তদন্তে অনিল আম্বানির বাসভবনে হাজির হলো সিবিআই। রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর অনিল অসত্য তথ্য দিয়ে ঋণ নিয়েছে বলে অভিযোগ করেছিল স্টেট ব্যাঙ্ক।
সিবিআই জানিয়েছে যে অপরাধমূলক ষড়যন্ত্র, ঠগবৃত্তি এবং অপরাধমূলক আস্থাভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে। 
স্টেট ব্যাঙ্কের অভিযোগ, প্রায় ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন অনিল আম্বানি। সেই টাকা অনাদায়ী হওয়ায় ২০২৮-তে স্টেট ব্যাঙ্কের লোকসান হয়েছে ২৯২৬ কোটি টাকা। ঋণের টাকায় বিনিয়োগ করা হয়নি। আগের ঋণ মেটাতে এবং বিদেশি বিনিয়োগকারী সংস্থায় টাকা দেওয়া হয়েছে। বিধি ভেঙে ঋণের টাকা গিয়েছে অন্য সংস্থায়। তার জন্য ব্যবহার করা হয়েছে সহযোগী সংস্থা রিলায়েন্স ইনফ্রাটেলকে। 
আম্বানির তরফে বিবৃতিতে বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক এই অভিযোগ ১০ বছর আগে দায়ের করেছিল। সে সময় সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন অনিল আম্বানি। প্রতিদিনের কাজের ভার তিনি সামলাতেন না। 
কেন্দ্রের সরকারে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর গত প্রায় ১১ বছরে একচেটিয়া এবং বড় ব্যবসায়ীদের অনাদায়ী ঋণের অঙ্ক বেড়েছে। কার্যত মকুবও করা হয়েছে ঋণের বড় অঙ্ক। আবার বিজয় মালিয়ার মতো একাংশের ব্যবসায়ী রাষ্ট্রায়ত্ত বিপুল দেনা বকেয়া রেখে বিদেশে পালাতেও পে

Comments :0

Login to leave a comment