POETRY — ARABINDA GHOSH — MUKTADHARA | 11 JUNE 2024

কবিতা — অরবিন্দ ঘোষ | ওরা ভয় পেয়েছে — মুক্তধারা | ১১ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   ARABINDA GHOSH  MUKTADHARA  11 JUNE 2024

কবিতা

ওরা ভয় পেয়েছে
অরবিন্দ ঘোষ

মুক্তধারা


ওরা ভয় পেয়েছে 
তাইতো ভয় দেখায় 
বিপদের জল চিবুক ছুঁয়েছে 
এই বুঝি সব কিছু হারায়।

ওত পেতেছিল শ্বাপদসম 
বেয়াড়া জনতাকে কখন বাগে পায় 
ধনিক বনিক শ্রেষ্ঠিরা সব  
সুযোগে আছে কখন পাবে সময় ৷৷

লোলুপ তাকিয়েছিল মাহেন্দ্রক্ষণ পানে 
কখন ক্ষমতা হাতে পায় 
ক্ষমতা পেয়ে শুধু নির্মম শোষণ করেছে 
ভুলে গেছে জনতার রায় ॥

জল যে এখন চিবুক ছুঁয়েছে 
পার পাবার নেই কোন উপায় 
জগৎ শৃঙ্খলে বাঁধা আছে সব 
সৃষ্টি স্থিতি আর লয় ৷৷

Comments :0

Login to leave a comment