কবিতা | নতুনপাতা
গাছের প্রয়োজন
অরিত্র সিংহ রায়
নতুন বন্ধু
আমাদের জীবনে গাছের গুরুত্ব
জানো কি?
গাছ আমাদের বেঁচে থাকার
একমাত্র উপায় মানো কি?
গাছ যদি না থাকতো
আমাদের পরিবেশে
বাড়িঘর সব যেত
বন্যায় ভেসে।
কাটতে গিয়েও কাটলাম
না গাছ
গাছকে বললাম তোরা
এবার শান্তিমতো বাঁচ।
এটা ওটা না কিনে
গাছ লাগাবে কিনে
একটা দুটো লাগালেই হবে
প্রত্যেকদিনে।
গাছ নাই কাটলাম
প্রকৃতির কথা ভেবে
গাছ যদি কেটেইফেলি তবে
গাছ অক্সিজেন কিভাবে দেবে।
গাছ লাগাও প্রাণ বাঁচাও
এই কথাটা সবাই তো বলে
কিন্তু এই কথাটা
আর কজন পালন করে।
অষ্টম শ্রেণী
কল্যাননগর বিদ্যাপীঠ খড়দহ , উত্তর ২৪ পরগনা উত্তর নাটাগড় , পানশিলা উত্তর ২৪ পরগনা
৮৯৬১৮৫০৯৪৭
Comments :0