POETRY — SOURAV DUTTA | RAMKINKAR— MUKTADHARA | 28 MAY 2024

কবিতা — সৌরভ দত্ত | রামকিংকর — মুুক্তধারা | ২৮ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   SOURAV DUTTA  RAMKINKAR MUKTADHARA  28 MAY 2024

কবিতা

রামকিংকর
সৌরভ  দত্ত

মুুক্তধারা

ভুবনডাঙার মাঠ; কোপাই নদীর জলে মনোটোন ছায়া নেমে আসে।
পাথর খোদাই করে তুমি ক্রেটারের মতো পামেলার মুখাকৃতি আঁকো
বৃষ্টি ছুঁয়ে গেছে গাছ; শেষ বিকেলের রোদ মোহরের গান ভালোবাসে
ফিরে ফিরে দেখি সেই মনোবাউলের চোখ ক্যানভাস জোড়া নীল সাঁকো।

ভবনের প্রতি কোণে সৌম্য তক্ষণের সারি তুলির আখরে নন্দলাল
প্রবাসীর রামানন্দ আনেন হীরক খণ্ড টেরাকোটা নবীন পালক,
আলোয়ান পাখিডানা সাঁওতাল পরিবার, প্রাতিস্বিক তোমার চালক
কিউবিক ফর্ম গড়ো সুজাতার চিত্রকল্পে মুখরিত স্বদেশ স্বকাল।

মন্বন্তর ফিরে আসে রঙ ও রেখার ত্রাসে গ্রাফিত্তির মায়া ঘোর লাগে
তীব্র যৌবনের রাগ রতনপল্লীর আলো উদ্ভাসিত শান্তিনিকেতন 
দুরন্ত ব্রাশের স্ট্রোকে খুলে যায় শোকাশোক, নবজন্ম, মাটির চেতন
প্রকৃতি-পুরুষ মেশে অমোঘ নির্মাণ স্বরে ভারতীয় ইতিহাস জাগে।

উল্লাসের সুরে সুরে মনে ঝিম নেশা ধরে ; শক্তির সখ্যতা বেদনার গান – 
যুক্তি-তর্ক ভেঙে খান প্রমিত শিল্পের পথে তাপস কিংকর হেঁটে যান।

Comments :0

Login to leave a comment