POETRY | SUBRATA CHOWDHARY | VEDAVED | RAMZAN | NATUNPATA | 2025 MARCH 31

কবিতা | সুব্রত চৌধুরী | ভেদাভেদ | রমজান | নতুনপাতা | ২০২৫ মার্চ ৩১

ছোটদের বিভাগ

POETRY  SUBRATA CHOWDHARY  VEDAVED  RAMZAN  NATUNPATA  2025 MARCH 31

কবিতা | নতুনপাতা

ভেদাভেদ
সুব্রত চৌধুরী

ঈদের সাজে রংগীন তুমি
চোখ পারি না ফেরাতে,
মলিন মুখের করুন চাওয়া 
কেমনে পারো এড়াতে?

ঈদ মানে তো নয় ভেদাভেদ
প্রেম প্রীতি ও সাম্য ,
নিরাশ প্রাণে জাগুক আশা
হোক না সবার কাম্য।

ঈদের দিনে খুশির বীণে
মাতুক সবাই খুশে,
দুঃখ যেন কেউ না রাখে
মনের ভেতর পুষে।

মলিন মুখে ফুটুক হাসি
উছলে  পড়ুক খুশির ঢেউ,
খুশির ভেলায়  ভাসুক সবাই
বাদ না পড়ুক আজকে কেউ

 

আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র 

Comments :0

Login to leave a comment