POETRY — TARUN MUKHOPADHAYA | SATKAR — MUKTADHARA | 30 MAY 2024

কবিতা — তরুণ মুখোপাধ্যায় | সৎকার — মুুক্তধারা | ৩০ মে ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   TARUN MUKHOPADHAYA  SATKAR  MUKTADHARA  30 MAY 2024

কবিতা

সৎকার

তরুণ মুখোপাধ্যায়

মুুক্তধারা

বাসভূমি নেই আর, পুড়ে পুড়ে হয়েছে শ্মশান — 
মানুষেরা অমানুষ; আকাশে বাতাসে শুনি শকুনের গান।

রক্তের ভিতরে বিষ খেলা করে, সে এক বিস্ময় — 
লালসার কাছে কেউ মা-বোন-বন্ধু-স্বজন নয়।

প্রতিবাদ যত মুখে, আপস পিছনে তত দেখি — 
ভরসার হাত নেই কোনোখানে, সকলেই মেকি।

প্রাণ নেই, মন নেই, সকলেই মড়া শুধু মড়া —
সেখানে চাঁড়াল আমি; কাজ শব সৎকার করা!

Comments :0

Login to leave a comment