প্রয়াত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। অসুস্থতার কারণে দুবাইয়ে ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯।
সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা হাতে নিয়েছিলেন তিনি। শরিফকেও পদত্যাগ করতে হয়েছিল ২০০৮ সালে। ২০১০-এ রাজনৈতিক দল গড়েন, তবে নির্বাচনে সাফল্য পাননি। সংযুক্ত আরব আমিরশাসহীতে স্বেচ্ছা নির্বাসনে চলে যান।
আল জাজিরা পাকিস্তানের সমর বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানাচ্ছে, মুশারফকের মার্কিন প্রীতির সমস্যা ভোলেনি পাক সেনা বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রে 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' নীতিতে প্রধান সহযোগী ছিলেন এই ভূখণ্ডে মুশারফ। পাকিস্তানের সেনা এবং সুরক্ষাবাহিনীকে সন্ত্রাসবাদের আক্রমণের মুখে ঠেলে দিয়েছিলেন।
ভারতীয় প্রধানমন্ত্রীদের সঙ্গে পাঁচবার বৈঠক করেছেন মুশারফ। দু’বার অটলবিহারী বাজপায়ীর সঙ্গে, তিনবার মনমোহন সিংয়ের সঙ্গে। মুশারফের সময়েই হয়েছে কারগিল যুদ্ধ।
Parvez Mosharraf
প্রয়াত পারভেজ মোশারফ
×
Comments :0