বলতে পারো | অমল কর | নতুনপাতা
জিজ্ঞাসা
১. ২০২৫ সালের ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে কোন্ দল কত রেকর্ড সংখ্যক পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন?
২. মহিলা বিভাগে কবাডিতে ২০২৫ সালে কোন্ দেশ এশিয়া সেরা হয়?
৩. কোন্ দেশে মহিলাদের প্রথম ভোটাধিকার চালু হয়?
৪. প্রাচীন ভারতের নন্দ রাজবংশে( খ্রিস্টপূর্ব ৩৪৫-৩২১) বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী ছিল বলে শ্রুত। সংখ্যা কত?
৫. সেবি (SEBI)-র পুরো কথা কি?
৬. বিশ্বের সবচেয়ে সরু নদী কোনটি?
সমাধান
১. ২০২৫ সালে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে কলকাতার মোহনবাগান এসজি ২৪ তম খেলায়এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে ২৪ ম্যাচে রেকর্ড ৫৬ পয়েন্ট নিয়ে বিপক্ষে১৬ গোল পক্ষে ৪৭ গোল দিয়ে কোচ মোলিনা অধিনায়ক শুভাশিস বসুর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়।
২. মহিলা বিভাগে কবাডিতে ৭ দেশের এশিয়া সেরা ভারত ৩২-২৫ পয়েন্টে সংগঠক দেশ ইরানকে পরাস্ত করে মোট ৬ বারের মধ্যে ৫ বার ভারত চ্যাম্পিয়ন হয়।
৩. নিউ জিল্যান্ডে ১৮৯৩ সালে মহিলাদের প্রথম ষভোটাধিকার চালু হয়।
৪. প্রাচীন ভারতের নন্দ রাজবংশে(খ্রিস্টপূর্ব ৩৪৫-৩২১ ) বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী ছিল।২ লক্ষ পদাতিক সেনা, ২০ হাজার অশ্বারোহী, ২ হাজার রথ, ৩০০০ যুদ্ধ হাতি ছিল।
৫. সেবি(SEBI)-র পুরো কথা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
৬. বিশ্বের সবথেকে সরু নদী চিনের হুয়ালাই বা হাওয়াই, যার গড় প্রস্থ ১৫ সেন্টিমিটার ,সবচেয়ে সরু পয়েন্ট ৪ সেমি, গড় গভীরতা ৫০ সেমি, লম্বায় ১৭ কিলোমিটার । এক লাফে এটা পার হওয়া যায়।১০ হাজার বছর জলের প্রবাহ একই।
Comments :0